গ্লোবাল ভিলেজের সুবিধা সমূহ

আসুন জেনে নেওয়া যাক গ্লোবাল ভিলেজ এর সুবিধা।

গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা, যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়। 

সুবিধা সমূহ :

১.বিশ্বের যে কোন স্থানের সাথে নিরাপদ ও এ যোগাযোগ করা যায়। 

২.দূরত্ব অনুভূত হয় না অর্থাৎ ভৌগোলিক দূরত্ব কমে যায়। 

৩.ব্যবস্থাপনা খরচ কমে 

৪. অনলাইনে যে কোন লাইব্রেরী থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষা গ্রহণ করা যায় 

৫.বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায় 

৬.ঘরে বসে ব্যবসা-বাণিজ্য তাৎপন্ন কেনাবেচা করা যায় 

৭.টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যেকোন প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসাকদের চিকিৎসা সেবা পাওয়া যায় 

৮.ইন্টারনেট টিভি ইন্টারনেট রেডিও চালুর ফলে ঘরে বসে বিনোদন উপভোগ করা যায় 

৯.ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায় ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে 

১০.তথ্যের ব্যাপক উচ্চ সৃষ্টি হয়. 


Badhon Rahman

177 Blog posts

Comments