অতলে অন্তরীণ – ৫০

তেইশ জুলাই, শনিবার

সারা দেশে ২৯ জুলাইএর লংমার্চ এবং মহাসমাবেশ সফল করার জন্য মিছিল হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে।

তেইশ জুলাই, শনিবার

 

সারা দেশে ২৯ জুলাইএর লংমার্চ এবং মহাসমাবেশ সফল করার জন্য মিছিল হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে। এমনকি মসজিদগুলোয় বিশেষ মোনাজাত হচ্ছে। সম্মিলিত সংগ্রাম পরিষদের গতকাল বায়তুল মোকাররম থেকে জুম্মার নামাজের পর মিছিল বের করে। নেতারা ঘোষণা করেছেন, ২৯ জুলাইয়ের আগে যদি সরকার তসলিমাকে ফাঁসি না দেন আর ব্লাসফেমি আইন প্রণয়ন না করেন, তবে ঢাকায় সেদিন মহাবিস্ফোরণ ঘটবে, ব্লাসফেমি আইন এদেশে কেউ ঠেকাতে পারবে না। আজ বাদ জোহর, বাদ আসর কেবল ঢাকায় নয়, সংগ্রাম পরিষদের নেতারা মানিকগঞ্জে যাচ্ছেন বক্তৃতা করতে, সাভারে যাচ্ছেন।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকারমে গতকাল মসজিদের খতিব মাওলানা ওবায়দুর রহমান খুতবা পাঠ করেন, তসলিমা সহ সকল মুরতাদের ফাঁসি চাওয়া এখন প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।

 

সুপ্রীম কোর্টের রায়ে গোলাম আযম এ দেশের নাগরিকত্ব পেয়ে গেছেন। তাঁকে অভিনন্দন জানাতে এখন লোক যাচ্ছে জামাতে ইসলামির কেন্দ্রীয় কার্যালয়ে। এসোসিয়েশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রতিনিধিরাও তাঁকে অভিনন্দন জানাতে গিয়েছে। তাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে গোলাম আযম বলেছেন, ইসলামকে বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন সঙ্ঘবদ্ধ প্রচেষ্টার। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হলে যে যেখানে আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৮৮ ২৬ তারিখে চট্টগ্রামে গোলাম আযম জনসভা করবেন, জনসভাটি বিশাল এবং সফল করার জন্য জামাতে ইসলামী এখন চব্বিশঘন্টা ব্যস্ত। শক্তিশালী একটি মুল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বারোটি সাবকমিটিও করা হয়েছে। পোস্টারিং, মাইকিং, যোগাযোগ ব্যবস্থাপনা, প্রচার, আপ্যায়ন, নিরাপত্তাসহ নানা রকম সাব কমিটির কর্মীদের এখন দম ফেলার সময় নেই । গোলাম আযমের সভা হবে শুনে চট্টগ্রামের ছাত্রঐক্য বলছে, যে কোনও মূল্যে এই সভা ঠেকাবে তারা, প্রয়োজনে রক্ত ঝরবে।

 

 

 

গতকাল জুম্মার নামাজের পর ময়মনসিংহের বড় বাজারে সম্মিলিত সংগ্রাম পরিষদের জনসভা হয়। ওতে বড় বড় নেতারা বড় বড় কথা বলেন। আনোয়ার জাহিদ বলেছেন, ধর্মদ্রোহী তসলিমা নাসরিন যদি দেশ থেকে পালিয়ে যায়, তবে সরকারকে এর জন্য কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। ভারত চায় না বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে টিকে থাকুক তাই ভারত তসলিমা গংদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশ কোরান রসুলের ওপর ভিত্তি করে টিকে আছে, থাকবে। ফজলুল হক আমিনী বলেছেন, এদেশের বারো কোটি মানুষ ভারতের দালাল নয়, এরা আল্লাহর দালাল। তৌহিদী জনতার আন্দোলনের মুখে ইসলাম বিরোধীরা ভেসে যাবে। আমিনী আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টিকে কোরানের পক্ষের শক্তিকে সমর্থন করার আহবান জানিয়েছেন।

 

প্রধানও ময়মনসিংহে। প্রধান বলেছেন, ব্লাসফেমি আইন এই সংসদে পাস করতে হবে, তা না হলে জনগণ এই সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদ গঠন করে ব্লাসফেমি আইন প্রণয়ন করবে।

 

মেজর বজলুল হুদা বলেছেন


Rx Munna

447 Blog posts

Comments