অতলে অন্তরীণ – ৫৫

আঠাশ জুলাই, বৃহস্পতিবার

মিছিলে আমার মূর্তি পোড়ানো হচ্ছে। ফেস্টুনগুলোয় আমার ছবি আঁকা,

আঠাশ জুলাই, বৃহস্পতিবার

 

মিছিলে আমার মূর্তি পোড়ানো হচ্ছে। ফেস্টুনগুলোয় আমার ছবি আঁকা, আমার ছবির গলায় ফাঁসির দড়ি। ঝকে জিজ্ঞেস করি—আচ্ছা বল তো, ওরা তো মূর্তি গড়া আর ছবি আঁকা মানে না, তবে যে ছবি আঁকল, মূর্তি বানালো?

 

—প্রয়োজনে ওরা মসজিদে গিয়ে পেচ্ছ!বও করতে পারে। ঝ হেসে বললেন।

 

আমি মাথা নেড়ে বলি—তা ঠিক, এত কোরান কোরান করে অথচ কাদিয়ানিদের মসজিদে গিয়ে হামলা করল, সব ভেঙে ফেলল, পুড়িয়ে দিল। কোরানও ছুঁড়ে ফেলেছে, পুড়িয়েছে।

 

ঝ আওয়ামী লীগের মতলব নিয়ে পড়েন। কি হয়েছে এই দলটির! ঘাতক দালাল নির্মূল কমিটি যখন বেশ জনপ্রিয় হয়ে উঠল, সেই কমিটির নেতৃত্ব নিতে তো উঠে পড়ে লেগেছিল, গণআদালত গঠন কর, গোলাম আযমের ফাঁসি দাও, এসবে এমন মেতে উঠে এখন গোলাম যখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এখন মুখ বুজে বসে আছে। নব্বইএ গণআন্দোলন করে যে জাতীয় পার্টিকে ক্ষমতা থেকে নামালো, এখন সেই এরশাদের দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ছিঃ!

 

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার লোভে এখন জামাতে ইসলামী কেন, কোনও মৌলবাদী দলের বিরুদ্ধেই কিছু বলছে না, একা একা চিৎকার করছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। জামাত ইসলামীর বুদ্ধি আছে ঘটে, সংসদের বাইরে আওয়ামী লীগের সঙ্গেও আছে, সংসদের ভেতর বিএনপির সঙ্গে আছে, আর আছে দেশসুদ্ধ তুঙ্গে ওঠা মৌলবাদী আন্দোলনের সঙ্গে। জামাতে ইসলামীর জন্য এমন চমৎকার সময় আর কখনও আসনি আগে। বামফ্রণ্টের সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় কনভেনশনে শামসুর রাহমান খুব মূল্যবান কথা বলেছেন যে মৌলবাদ থাকলে তত্ত্বাবধায়ক সরকার করে কোনও লাভ হবে না। এতেও কি বোধ হবে না শেখ হাসিনার? তিনি তো মনে করছেন তত্ত্বাবধায়ক সরকার এলেই দেশের সব সমস্যা ঘুচে যাবে।

 

–কচু ঘুচবে। ঝ বলেন।

 

অনেক রাতে ক আর ট এলেন। ক জিজ্ঞেস করলেন আমাকে কেমন আছি আমি। কেমন আছি প্রশ্নটি করলে আমি বেকায়দায় পড়ি। অনেক সময় মুখে চিরকেলে অভ্যেসের ভাল শব্দটি এসে যায়। ক আমার ভাবলেশহীন মুখে তাকিয়ে একটু হেসে বললেন — এখন তো আপনার মুশকিল আসান হয়েছে। জামিন পাওয়া যাবে এমন একটা কথা হচ্ছে। খুশি হননি?

 

হাসি ফোটে মুখে। খুশি হওয়ার মাথা নাড়ি।

 

ক পাশে বসে যা বললেন, তা হল, দেশের অবস্থা সাংঘাতিক খারাপ, এসময়


Rx Munna

447 Blog posts

Comments