তোমার জন্য

আমি ঘুম থেকে জেগে উঠছি, তোমার জন্য উঠছি,
শুয়ে আছি অনেকক্ষণ বিছানায়, তোমার জন্য,
মনে মনে আমি তুমি হয়ে আমাকে দেখ

আমি ঘুম থেকে জেগে উঠছি, তোমার জন্য উঠছি,

শুয়ে আছি অনেকক্ষণ বিছানায়, তোমার জন্য,

মনে মনে আমি তুমি হয়ে আমাকে দেখছি,

তুমি আমাকে এরকম শুয়ে থাকতে দেখতে পছন্দ করছো হয়ত,

শুয়ে থেকে তোমাকে ভাবছি, তোমাকে কাছে চাইছি,

হয়ত তুমি পছন্দ করছো আমি যে ভাবছি, আমি যে চাইছি।

উঠে চা করে আনছি,

তোমার দেখতে ভালো লাগবে যে আমি চায়ে চুমুক দিচ্ছি, তাই দিচ্ছি।

স্নান করছি, তোমার জন্য করছি।

তুমি হয়ে আমার নগ্ন শরীরে আমি তাকিয়ে আছি,

যে পোশাকে আমাকে মানায় মনে করো, সে পোশাক পরছি,

গান গাইছি, যে রকম গাইলে তুমি বিহ্বল হও,

হাসছি, যে ভাবে হাসলে তুমি হাসো,

দিনের কাজগুলো প্রতিদিন আধখেঁচড়া থেকে যাচ্ছে, মন নেই কোথাও,

দিনকে ঠেলে পাঠাতে থাকি দ্রুত রাতের দিকে, রাত পার করছি যেন রাত নয়,

ভয়ঙ্কর একটি সাঁকো দৌড়ে পেরোচ্ছি।

আমি দিন পার করছি কোনওরকম কাটিয়ে না কাটিয়ে

সব এড়িয়ে পেরিয়ে সেই সময়ের কাছে পৌঁছতে চাইছি, যে সময়টিতে তুমি আসবে।

 

আমি বেঁচে আছি তোমার জন্য, তোমার সঙ্গে দেখা হবে বলে একদিন।


Rx Munna

447 Blog posts

Comments