সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা :
১.টাটো স্টপ বিটের প্রয়োজন না হওয়ায় প্রতিটি ক্যারেক্টারের পর টাইপ ইন্টারভেলেরও প্রয়োজন হয় না একবারে অনেক তথ্য পাঠানো যায়
২.ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়
৩. এর দক্ষতা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি
৪. সময় খুব কম লাগে
৫. বেশি ব্যান্ড উইথ এর ডাটা দূরবর্তী স্থানে পাঠাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়
সিনক্রোনাস মিশনের অসুবিধা :
১. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
২. এটি তুলনামূলক ব্যয়বহুল
৩. সার্কিট বেশ জটিল হয়
সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার :
১. কম্পিউটার হতে কম্পিউটারে ডাটা কমিউনিকেশনে
২. এ কীর্তন থেকে দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানন্তরে
৩. এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনে
৪. মোবাইল ফোন কিংবা টিভি সব বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য