গান স্কিন

এটি হলো ফ্রি-ফায়ার গেমের একটি গিলি। এটি এখন বিশ্বের অত্যান্ত জনপ্রিয় একটি গেম। এই গেমটি বিশ্বের অনেক মানুষ খ??

এটা হলো এখনকার জনপ্রিয় গেম ফ্রি ফায়ার এর একটি ছবি। এই গেমে অনেক গুলো লেভেল থাকে। প্রথমে এই খেলাটি কেউ বুঝতে পারবে না। কিন্তু যখন এই খেলাটি কেউ বুঝতে পারবে তখন সে আর এই গেমটি ছাড়তে পারবে না। আমি যেই ছবিটি দিয়েছি সবাই এই জায়গায় যাওয়ার চেষ্টা করবে। এই গেমটি ফোনে খেলা যায়। আবার কম্পিউটার এও খেলা যায়। যার ফোনের রেম ও রুম বেশি জিবি তার ফোনে কোনো ধরনের সমস্যা দেখা যাবে না। কিন্তু যার ফোনের রেম কম তার ফোনে খেলতে একটু সমস্যা হতে পারে।

এই গেমের অনেক লেভেল থাকে। যেমন, সিলভার, গোল্ড, পিলাটিনাম, ডাইমন্ড, হিরোয়িক, তার পরে মাসটার, গ্যানমাস্টার, ইত্যাদি আরো অনেক লেভেল আছে। আমি যেই ছবিটা পোস্ট করেছি সেটি হলো মাস্টার এর ছবি। হিরোয়িক এর পরে মাসটার। এখানে আসতেও অনেক কষ্ট করা লেগেছে। অনেক গেম খেলতে হয়ছে। অনেক সময় ব্যায় করতে হয়েছে।

এই গেম খেলা বুঝতে অনেক সময় লাগে। কম্পিউটার এ খেললে আরো ভালো হয়। কোনো সমস্যা হয় না। আবার খেলাও ভালো হয়। এখানে টাকা দিয়ে ডায়মন্ড টপআপ করা যায়। যেটা নিয়ে গেমের ভিতরে অনেক কিছু কেনা যায়।


rx Pushpa

78 Blog Mesajları

Yorumlar