এটি হলো পিসি বা ক্যাসিন। কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ পন্য হল এটা। এটি ছাড়া কম্পিউটার তৈরি হয় না। এটি সহ আরো অনেক কিছু মিলে একটি পুরো কম্পিউটার তৈরি হয়।
একটি কম্পিউটারের জন্য ক্যাসিন প্রয়োজন। যেই কাসিন এর মধ্যে কম্পিউটারের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। এই ক্যাসিন এর ভিতর বিভিন্ন জিনিস রয়েছে। যেমন সফটওয়্যার হার্ডডিস্কেরেম রুম মাদারবোর্ড আরো অনেক কিছু রয়েছে। এর মধ্যে দুইটি আরজিবি ফ্যান রয়েছে।
যেগুলো পিসি বা ক্যাশ ইনকে ঠান্ডা রাখে। এই ফ্যানগুলো না থাকলে পিছি গরম হয়ে যাবে। যার ফলে এটি বিলাস্ট বা বিস্ফোরণ হওয়া সম্ভব না থাকে। আরজিবি বলতে আলো জলাকে বোঝায়। আরসিবিএফ ফ্যান থাকলে এটি দেখতে আকর্ষণীয় ও সুন্দর লাগে। সাথে আরো দুইটি বক্স রয়েছে। যেগুলো থেকে সাউন্ড জোরে বাজ।
কম্পিউটার হলো নিত্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেটির মাধ্যমে অনেক কিছু করা যায় যেমন ভিডিও দেখা এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় কাজ। কম্পিউটারের মাধ্যমে এখন অনলাইনে কাজ করা যায়। আবার অনেক অফিসের কাজ করা যায়। যেসব কাজ অফিসে গিয়ে করা লাগে সেসব কাজ এখন বাসায় বসে কম্পিউটার মাধ্যমে করা যায়।