এটি হলো কিবোর্ড এবং মাউসের একটি ছবি। কিবোর্ড লেখালেখির কাজে ব্যবহৃত হয়। পিসি ভাও কম্পিউটারে কিবোর্ড ছাড়া কোনভাবে লেখা সম্ভব নয়। এছাড়াও আরও অনেক কিছু কিবোর্ড এর মাধ্যমে করা যায়। আমার কিবোর্ড টি হল আরসিবি কিবোর্ড। আরজেবি অর্থাৎ যেখানে আলো জলে। আমার কিবোর্ডে রঙে না আলো জলে যেটা দেখতে অনেক সুন্দর।
মাংস হলো কম্পিউটারে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা ফোনে যেমন হাত দিয়ে ক্লিক করি, কম্পিউটারে তেমন মাউস দিয়ে ক্লিক করতে হয়। কম্পিউটারে হাত দিয়ে বা টাচ করার কোন অপশন নেই। সেই কারণে মাউসের ব্যবহার করতে হয়। আমার মাউসটি হল আরজিবি। আর যদি বলতে আর রঙিন আলো জলা কে বোঝায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মা হচ্ছে রঙের আলো জ্বলছে। আর জিপির কারণে এমন আলো জলে। এটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়।
কম্পিউটার এখন দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। আরে একটি কম্পিউটার তৈরিতে অনেক কিছু প্রয়োজন হয়। যেগুলো প্রথমে সব আলাদা আলাদা থাকে। পরে যখন আমরা বিল্ড করে তখন সব একসাথে করা হয়। এই কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ করে তুলেছে।