কাউন্টার কী?

আসুন জেনে নেই

আমরা প্রত্যাহিক জীবনে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি সময়ের সাথে সিকোয়েন্স রেখে কাজ করে থাকে। এসব যন্ত্রপাতি ব্যবহারে ব্যবহারকারীরা যে সময় নির্ধারণ করে সে সময় ধরে যন্ত্রটি চলতে থাকে এবং সময় শেষে হয়ে গেলে মন্ত্রী বন্ধ হয়ে যায়। 

যেমন মাইক্রোওভেন রয়েছে। এতে কোন খাবার রেখে সময় সেট করে পাওয়ার অন করে দিলে খাবারটি উক্ত সময় ধরে গরম হতে থাকে। সময় শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে এ ধরনের ডিভাইসে কাউন্টার ব্যবহার করা হয় 

কাউন্টারের আউটপুট সংকেত কে পর্যায়ক্রমে একটির পর একটি কাজ সমাধান করা যায়। ফলে সময়ের সাথে সিকোয়েন্স রেখে কাজ করা সম্ভব হয়। অটোমেটিক পদ্ধতিতে এভাবে মোটর, হিটার, সুইচ ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। 

কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। 


Badhon Rahman

177 Blog posts

Comments