আগেই থেকেই এফডিসিতে কমেছে শুটিং। গতকাল সোমবার দুপুরে এফডিসি ঘুরতে ঘুরতে কথা হয় কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন পরিচালকের সঙ্গে। তাঁরা জানালেন, আজ কোনো শুটিং নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, মাসখানেক ধরে এফডিসিতে কোনো শুটিং হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে শেখ হাসিনা সরকারের পতন, এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ হতে চলছে, তারপরও যেন নিষ্প্রাণ এফডিসি।
ঘড়ির কাঁটায় তখন বেলা আড়াইটা। এফডিসির প্রধান ফটকের দায়িত্বে দুই নিরাপত্তারক্ষী। কথা বলে ঢোকার মুখে কড়ইতলা। অসংখ্য ছবির শুটিং এই কড়ইতলায় হয়েছে। ঠায় দাঁড়িয়ে আছে গাছটি। নিরাপত্তারক্ষী জানালেন, ‘অনেক দিন শুটিং হয় না। আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি।’
হাঁটতে হাঁটতে ক্যানটিনের দিকে যেতেই পথে দেখা হয় পরিচালক ও চিত্রসম্পাদক আবু মুসা দেবুর সঙ্গে। পরে ৬ নম্বর ফ্লোরের রূপসজ্জার কক্ষের সামনে দাঁড়িয়ে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, দেশে একটা পরিবর্তন এসেছে। নতুন সরকার গঠিত হয়েছে। এফডিসির পরিবেশটাও একটু অন্য রকম। সবাই যেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রযোজক আসতে হবে, শুটিং শুরু করতে হবে।
ক্যানটিনের সামনে কয়েকজন টেকনিশিয়ান দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। নতুন ছবির নিয়ে কথা বলছেন। আলাপে প্রাধান্য ছিল রাজনীতির নানা বিষয়ও। ক্যানটিনের পাশে কক্ষে কয়েকজন দাঁড়িয়ে ক্যারম খেলায় ব্যস্ত। ক্যারম খেলার পাশাপাশি সেখানেও রাজনীতি নিয়ে আলাপ।