শিশুদের পাঠ্যবইয়ে উদ্ভট কবিতা

Comments · 66 Views

হাট্টিমাটিম টিম ও এর প্রভাব

"হাট্টিমাটিম টিম 

তারা মাঠে পাড়ে ডিম 

তাদের খাড়া দুটো শিং 

তারা হাট্টিমাটিম টিম "

ছোটবেলায় এই কবিতা পড়েনি এমন শিশু পাওয়া যাবে না। হয়তো অনেকেই অনেক পছন্দও ছিল। কিন্তু আসলে এই কবিতার কোন বাস্তব অস্তিত্ব অথবা কোন শিক্ষণীয় দিক নাই। একদমই মজার ছেলে কবিতাটি বইটি দেওয়া। কিন্তু এখানে শেষ হলেই ভালো হতো। 

এই কবিতা নিয়ে পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন লিখতে দেওয়া হয়। তখন শিশুমনে অজান্তে এর প্রভাব পড়ে। অনেক হয়তো বিশ্বাসও করে নেয় বাস্তবে এমন কোন প্রাণী আছে। অনেকের মনে এর খুব খারাপ প্রভাব পড়ে। উদ্ভট অদ্ভুত কবিতা দিয়ে আমাদের শিশুদের ধ্বংস করা হচ্ছে। 

 

যেখানে এই বয়সে ভালো কিছু শিখে তারা দেশকে ভালো কিছু দিতে পারতো সেখানে ছোট থেকে যাদের মেধা শূন্য করা হচ্ছে। অনেক কবিতা দিয়ে রাখছে জানা আছে কোন শিক্ষনীয় দিক না আছে কোন বাস্তব প্রয়োগ। এই সমস্ত কবিতা সিলেবাস থেকে বাদ দিয়ে ভালো মনের কবিতা বই নিয়ে আসা উচিত। যাতে শিশুদের মেধা ও বিকাশ ঠিকভাবে হয়।

Comments
Read more