ভুত এফ এম

Comments · 26 Views

সদ্য বিলুপ্ত এক প্ল্যাটফর্ম

তখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার এত বাড়াবাড়ি ছিল না। বিনোদন বলতে মানুষ শুধু টিভি আর রেডিও কে বুঝতো। কম মানুষের হাতেই তখন মোবাইল ফোন ছিল। না না, স্মার্ট ফোন না বাটন ফোনে কথা বলছি। যুবকরা সেসময় এফএম রেডিও শুনতে খুব পছন্দ করত। 

থেমে একটা খুব ভালো অনুষ্ঠান হতো তার নাম ছিল ভুত এফএম।সেখানে ওই গল্পের শ্রোতারা বিভিন্ন ধরনের ভূতের গল্প ওই স্টুডিওতে থাকা আর জে কে মেইল করে পাঠাতো। আরজে সেগুলো ভয়েস আকারে সুন্দরভাবে উপস্থাপন করতেন।হাড় হিম করা এক একটা গল্প। যদিও গল্পের ব্যাকগ্রাউন্ড সব সময় খুব ভালো হতো তা না। তবু অনেকে অনেক আনন্দ নিয়ে সুনতো। এখানে এসে অনেকে দাবি করতো তারা সত্যি সত্যি ভুত দেখেছে। 

যাইহোক অনুষ্ঠানটি অনেক দিন ধরে চলে। অনেক পর্ব ভাইরাল হয়েছিল। আজও খুঁজলে হয়তো সে পর্বগুলো পাওয়া যাবে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার এত ট্রেন্ডিং এর যুগে এখন আর কেউ ভূত এফএম শোনে না। অতল গহব্বরে হারিয়ে গেছে এটি। তবুও অনেকের কাছে এটা একটা আবেগের বিষয়

Comments
Read more