টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য আর মানুষকে ভালোবাসার জন্য। কিন্তু আজকে, মানুষ মানুষকে ব্যবহার করছে, আর টাকাকেই ভালবাসছে।
কোন একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখি পৃথিবী তার নিয়মের বাইরে চলা শুরু করেছে। চৌম্বক আর লোহাকে আকর্ষণ করছে না। মাধ্যাকর্ষণ এর জন্য কোন বস্তুকে উপর থেকে ফেলে দিলে নিচে পড়ছে না। সেদিনও আমি অবাক হবো না।
পুরো পৃথিবীর নিয়মটাই তো আমরা অনেক আগেই বদলে দিয়েছি। আজ ভালোবাসার মূল্যটা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে ।
টাকা এতটাই মূল্যবান হয়ে গিয়েছে, যে কোন একদিন হয়তো আপনার জীবনটাই নিয়ে নিবে। যেটার জন্য আমাদের জীবন,যেটার জন্য আমরা মানুষ,সেই মানুষ মানুষকে না ভালোবেসে, টাকাকে ভালোবাসা শুরু করলে হয়তো কোন একদিন আপনি বুঝবেন, আপনার জীবনটা পৃথিবীতে মূল্যহীন।