অটোবাশ

মেধা না কোটা ?
-মেধা , মেধা ।
মেধা না অটোপাশ ?
-অটোপাশ ,অক্টোপাস ।

স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হওয়ার ঘোষণায় উল্লাস করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা ।

 যদি অটোপাশ দেয় তাহলে যাদের এসএসসিতে জিপিএ ৫ আছে তাদের এইচএসসিতেও জিপিএ ৫ আসবে (১০০%) কিন্তু যাদের এসএসসি তে জিপিএ ৫ এর কম আছে তাদের এসএসসি তে পাওয়া পয়েন্ট এর কিছুটা কম হবে।

এইযে অটোপাশ চাচ্ছে পোলাপান, এখন তো দাবি মেনে নেওয়াও হইসে। কিন্তু যাদের বুয়েট, মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তাদের যদি A+ না আসে তাহলে তাদের কী হবে? এসএসসির রেজাল্ট যাদের খারাপ, তারা তো অনেক ভার্সিটি তে এক্সামই দিতে পারবে না। অ্যাডমিশনের সময়টাতে ধা'ক্কা খেয়েই টের পাবে অটোপাশের কি মজা !


Hoimonti Shukla

137 Blog posts

Comments