ছাগল জীবিত হওয়ার ঘটনা

আহযাবের যুদ্ধে হযরত জাবের (রাদি আল্লাহু আনহু) হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে দাওয়াত করলেন এবং এক?

আহযাবের যুদ্ধে হযরত জাবের (রাদি আল্লাহু আনহু) হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবায়ে কিরামকে নিয়ে যখন ঘরে গেলেন, তখন তিনি খাবার এনে হুযূরের সামনে রাখলেন। হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখলেন যে খাবারের তুলনায় মেহমানের সংখ্যা অনেক বেশী। তখন হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমালেন, কয়েকজন করে এসে খোনা খেয়ে যাও।

 

এভাবে কয়েকজন করে খেয়ে সবাই খানা খেয়ে বের হয়ে গেলেন। হযরত জাবের (রাদি আল্লাহু আনহু) বলেন, হুযূর আগ থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙ্গে এবং এদিক সেদিক ফেলেও না দেয়। সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন, তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেল। অতঃপর তিনি তাঁর পবিত্র হাত মুবারক ওগুলোর উপর রেখেকিছু পাঠ করলেন। হাত মুবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখেকিছু পড়তে ছিলেন, এ দিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে।

 

দেখতে দেখতে হাড্ডিতে মাংসের শরীর গঠন হয়ে কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। হুযুর ফরমালেন, জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও।

 

দলায়েলে নবুয়াত ২৪ পৃঃ, ২ জিঃ

 ইসলামের বাস্তব কাহিনী - ১ম খন্ড


bablu islam

76 Blog posts

Comments