প্রিয় নানা ভাই,
হইতো এটায় শেষবার নানা ভাই বলা।
১৯/৪/২০ সালে আমার জীবনে এসে ছিলেন,,
ভালোবাসি বলেই আমিও আপনার ভালোবাসা গ্রহন করে ছিলাম,,ছোট একটা সংসার সাজানোর স্বপ্নে,,,আমি খুব মুভি প্রেমী ছিলাম তাও লাভ স্টোরি মুভি,,খুব খামখেয়ালি ছিলাম,,কিন্তু আপনাকে জীবনে নেওয়ার পর চেয়েছি সব কিছু গুছিয়ে নেওয়া এবং একজন আর্দশ বউ হতে,, আমার বিয়ের দিনটাই মিথ্যা ছিলো আপনার মায়ের মিথ্যা প্রতিশূতিতে তবুও মানিয়ে নিলাম।
৩ মাস পর আপনার খালুর মিথ্যা তবুও মানিয়ে নিলাম, চাকুরি ছাড়লেন তবুও মানিয়ে নিলাম,, আপনার মা ডিপিএসের নতুন গল্প বলে মিথ্যা কাহিনি বললো তবুও মানিয়ে নিলাম।
আপনার বইন ভাই খালা মা মিলে অপমান করলো কোনো প্রতিবাদ করলেন না তবুও মানিয়ে নিলাম।
আমাকে কতশত মারধর করেন তবুও মানিয়ে নিলাম
আল্লাহ ভয় পাই তাই কোনো পরপুরুষের সাথে ভয়ে কথা বলি না আইডি থেকে নিজের জ্ঞানে সব পরপুরুষ আনফ্রেন্ড করলাম সে মেয়েকে আপনি কত নোংরা কথা বলেন,,
আমাকে চিকিৎসা করলেন সুস্থ রাখার জন্য তার ও কতশত খুটা দিলেন,আমার জন্য করলেন তাও খুটা দিলেন,,।
দিন শেষে আঁখি শূন্য আঁখি সব ভালোবাসা মিথ্যা আঁখি পারেনি কাউকে নিজের করে পেতে?আখির হইতো কোথাও কমতি ছিলো?যায়হোক আপনার পরিবারই জিতে গেলো তাদের ছেলে তাদের কাছেই যাবে।
বার বার একটা কথায় বলবো বিনা ইজ বেস্ট ?????ওর জীবন টাই সফল
ভালো থাকুক আপনার পরিবারের সকল সদস্য,,,
আঁখি খারাপ হয়ে আর কারো জীবন নষ্ট করতে চাই না।।
আপনি বল্ক করে দিতেন পারেন,,,
আমি কোনো দিন কিছু করতে পারিনি আপনার জন্য,,
আমারর পরিবারের জন্য শুধু আপনি একায় সব করছেন?