#catagory-03:
ক্যাটাগরি ০৩: মুকুর এমন কামড় দিছে যাতে অনেবা রক্তক্ষরণ হয়েছে যা মাংশ ছিড়ে নিছে বা গর্ত করে 'ফেলছে।
•Inj. Rabix ve (2.5IU)
Day-0
Day-3
Day-7
Day-14
+
• Inj, Rabix IG (1000 IU) [40 IU/kg)
↓
১টা Dose প্রথম দিন
* ছোটদের রানে দিতে হবে
* বড়দের হাতে দিতে হবে
# যারা বাসায় কুকুর, বিড়াল পালে তাদের নিরাপত্তার
জন্য Rabix ve নিতে পারে
Dose: Day o
Day-7
#8 LT vaccine complete করার পর ৩ মাসে মধ্যে কুকুরে কামত দিলে vaccine নিতে হয় না কিন্তু ৩ মাস-৫ বছরের মধ্যে যদি আ কামত দেয় তাহলে ৩টা vaccine নিতে হবে।
Day-0
Day-3
Day-7
# কামর দিয়ে মাংশ উঠায় নিছে এমন অকার
• Tab. moxaclav (625 mg) 1+1+17 days
• Inj. TT vax
উপদেশঃ
• কামরালেই vaccine দিতে হবে
• গর্ভাবস্থায় vaccine নেওয়া যাবে
• কামড় দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে vaccine নিতে হবে।। ভুলে গেলে ৭২ ঘন্টার মধ্যে নিতে হবে। কেম
• কামড়ের ৭ দিনের মধ্যে Rabix IG নিতে হবে।
• IG কখনো পাছায় দেওয়া যাবে না। এটা হাতে এবং শত খালে দিতে হবে।
• IG দিলে রোগীকে ২ ঘন্টা obserbation এ রাখতে হবে।