বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি

চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়...... !!

কষ্টে থাকা মানুষগুলো একটু বেশি হাসিখুশি থাকে .........!!!! কষ্টগুলো লুকানোর জন্য.....!! ❤️‍?? আকাশ রং বদলায় সেতো মানুষের প্রয়োজনের জন্য ....... !! ?  মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে ..... !!?  মানুষ সবকিছুতেই স্বার্থ খোঁজে ..... !!! ?? স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে ...... !!!!-??  কিছু মানুষ চাঁদ এনে দিয়ে গল্প করে আকাশটাই কেড়ে নিয়ে..........!!!!!??  যায়........!!  ঋণ পরিশোধ করা যায় উপকার কোনদিন শোধ করা.......…...!!!!  যায় না ......... !!! হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু   ........ !!! ? কোনদিনও নিজের উন্নতি করতে পারবে না....... !!?  সুখ কখনো জোর করে জীবনে আনতে পারবে না  ...... !!? যখন আসে তখন সবকিছু নিয়ে আসে .....!!! ?? আর যখন যায় তখন সবকিছু নিয়ে যায় ..... !!? ?।                                                                                                        পুরুষের ব্যক্তিগত তার কথায় নারীর ব্যক্তিগত তার আচরণে  ..... !!?? বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে........!!!?  বোঝা যায় না কার মনে কি আছে ....... !! ?? এটাই বোধহয় আমার জীবনে সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে ..…....!! ?? সহজে আপন করে নেওয়া ....!!?❤️‍?? যেটা সহজে পাওয়া যায় সেটা হল কষ্ট ....... ?? যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান ......!! ?? আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হল ভালোবাসা .....!!- ??❤️


Nila Islam

8 Blog posts

Comments