সাইবার ক্রাইম (২)

চলে আসলাম সাইবার ক্রাইম দ্বিতীয় পর্ব নিয়ে রহস্যের পর্ূা।

মারামারি শেষ প্রর্যায় গোনাকে নায়ক /ছেলে পুলিশ অফিসার বলে দ্বিতীয় বার গায়ত্রীর দিকে জেনো না তাকায় তাহলে আর তাকে বাঁচিয়ে রাখবে না।

 

তারপর গায়ত্রীকে তার বন্দুক টা দিয়ে দিলো,, আর গায়ত্রী বললো ভালোই তো মারামারি পারো তখন নায়ক বললো তোমাকে ধরলে এভাবেই মারবো।গায়ত্রী তারপর তার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসে আর ওর কাধে মাথা দিয়ে হাটতে থাকে। 

 

পরের সীন আসে,,গায়ত্রীর কাকা বলে আমি একটু সন্দেহজনক মানুষ সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখি আর প্রশ্ন করে,,,দেখা যায় গায়ত্রী নায়ক ওর কাকা সবাই বসে বিয়ের কথা বলছে। সাথে ছিলো নায়কের দাদু।

তারপর নায়ক বলে গায়ত্রী বলেছে ওর কাকায় সব ওনি রাজি হলেই বিয়ে হবে।

তখন ওর কাকা বলে সে কিছু প্রশ্ন করতে চাই আর বলে তার দাদা মানে গায়ত্রীর বাবা অনেক ভালো পুলিশ ছিলো।কিন্তু তার জীবনে একটা বাড়ি হইনি অনেক সৎ ছিলো তাই। 

তাই ওনি নায়ককে বলে টাকা পয়সা জমানো আছে নাকি কিছ

 

এ কথা শুনে নায়ক বলে কারো কাছে হাত পাততে হবে না 

আর যা আছে তার তিনপ্রজন্মের সম্মান আর তার বাবার মেডেল।

মেডেলের কথা শুনে গায়ত্রীর কাকা মজা নেওয়া শুরু করে আজেবাজে কথা বলে এই শুনে তো নায়ক রেগে থাপ্পর মেরে বসে।আর গায়ত্রী উঠে এসে বলে যেও এটা কি করলো যততই হোক সে বয়সে বড় আর ও তাকে বাবার সম্মান দিয়েছে তখন নায়ক বলে ওনার শুধু বয়স হয়েছে আর চুল পেকেছে বুদ্ধি হয়নি/

গায়ত্রী সরি বলতে বলে ওর দাদী বলে সরি জানে তো মেরে ফেলেনি বেচে গেছে।

নায়ক বলে ওর কাকা বলে ছেড়ে দিছে নইতো খবর ছিলো তখন গায়ত্রী বলে ও সরি না বললে ওর মুখ দেখবে নাওর বাড়ি আসবে না।

তখন নায়ক বলে ওর কাকা সরি না বললে ও নিজেও বিয়ে করবে না।

গায়ত্রী ওর কাকাকে নিয়ে চলে যায়।

 

সীন আসে ওর বাবার ছবি ভাঙ্গা পড়ে আছে মাটিতে মেডেল টা নেই

ও দাড়িয়ে আছে এসবের সামনে,।পিছন থেকে গায়ত্রী আসে আর বলে ওর দাদীর তেমন কিছু হয়নি ওনি সুস্থ হলে জানা জাবে কত টাকা পয়সা গহনা চুরি হয়েছে। তখন নায়ক বলে মেডেল টাও নেই।

https://youtu.be/nte7g6tweRc?si=vpLjPV_IvY8SMUof


Salma Akter

272 Blog posts

Comments