রিসিভ না করা প্রতিটা ফল ....!!? উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ .....!!?? আর হারিয়ে যাওয়া প্রতিটা কথা মন কে জানান দিচ্ছে .....!!?? সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি .......!!?? ?। কিছু কিছু কথা আছে বলতে পারিনা .....!!?? ? ? এমন কিছু ফুল আছে তুলতে পারিনা ...!!?? ? এমন একটা মনের মানুষ ?...!!!!!!?? আছে ভুলতে পারিনা ....!!?? ??️? চুপি চুপি বলি আমি প্রিয়তমা ......!!? ❤️?? আমায় ছেড়ে যেওনা দূরে .........!!!??? ?❤️। আজ তুমি আমার মনে এক দম গহীন বনে ....!? ??। তোমায় ছাড়া বাঁচতে পারব না এই ভুবনে .....!!? ?? পাথর চাপা কষ্ট বুকে....!!? কষ্টের কথা বলি কাকে ...!!.?? যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে ....!? আর আমার কথা ভুলেই গেছে.......!? ??। যে তোমাকে ভরসা করে ...!? তার সাথে কখনো প্রতারণা করো না ....!!!?? ??। মিথ্যে তাই আজকের দিনে সবাই বেশি মূল্য দেয় .....!!? সত্যিটা কেউ বুঝেনা উলটো অপমান পাওয়া যায় ......!!??? যতদিন সবার কথা সহ্য করতে পারবে.......!!? ততদিন তুমি ভালো .....!!? প্রতিবাদ করলে তুমি খারাপ .....!? ?❤️? তোমার শহরে কোথাও নেই আমি ..? অথচ আমার পুরা শহরটাই তুমি .....!? ??
Nila Islam
13 Blog posts