সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায় ........!!? কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায়।??? !!!!!!!!?? সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা থাকা যায়..! ,??? কিন্তু ভুল মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন থাকা যায় .........!!?? !!? ভুল মানুষের কাছে ঠকে যাওয়া ভীষণ কষ্টের .....???!!!!!!!?? একটা বয়সের পর পাগলামি করার কোন ইচ্ছে থাকে না অধিকার খাটানোর ইচ্ছে থাকে না ........?? !!!! যেমনটা ইচ্ছে করেছিল হারিয়ে যাওয়া মানুষটার উপর এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না ..........???!!!. কিংবা কোন খবর না নিলেও অভিমান হয় না .........!???!!???? এখন আর নিত্যনতুন বাহানা করে ঝগড়া করতে ইচ্ছে করে না ..... ??!!?? খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারাদিনের খবর ....... ???!!? আগে সব আবেগের বসে ছিল .......!!!::"??? এখন সব বাস্তবতায় চলে না ........!!? ??? নির্দিষ্ট একটা সময়ের পর জীবনের অনেক কিছু বদলে দেয় মনের সব অনুভূতিও ........?? !!!? ব্যস্ততার কারণে হোক কিংবা কখনো ভুল কোন মানুষের প্রতারণার শিকার হয়ে। মানুষটা যখন জীবনের মর্ম টা বুঝতে না পারে তখন থেকেই মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না ......! ???!? প্রথম যে মানুষটার ওপর একবার মন আটকে যায় সে মানুষটা চলে গেলে ... পুরো জীবনটাই বদলে যায় ......!!!! ??!?? পরে তার থেকে আরো যত সুন্দর কিংবা ভালো মানসী আসুক না কেন ওই চলে যাওয়া মানুষটা মতো অনুভূতি আর ??.....!!? কোন মানুষের ওপর পরেনা আর কারো ওপর মন আটকে যায় না !........!!!!!??
Nila Islam
13 Blog posts