সব সময় সিরিয়াস কথা প্রেম জমেলা ......!!? পাগলামি থাকতে হয় ''''''''......... ?❤️ পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণ হীন তরকারির মত .....!!? সমস্যা হলো অনেকে পাগলামি বোঝেনা অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয় .......!!? ??। যার কারনে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা উপভোগ করে ফলে সম্পর্কটা বিচ্ছে হতেও বেশিক্ষণ সময় নেয় না। ......!!!!????️ যাদের কাছে পাগলামি বিরক্ত কর তারা অতি বাস্তববাদী মানুষ .......!!? ??️ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও টিকে না .....!!? ??️? পাগলামি কি??? কিভাবে আসে ?? পাগলামি হলো একটা আবেগের অংশ যার উপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে .....!! ❤️? একটা অপরিচিত বাহিরে মানুষের সাথে কেউ পাগলামি করে না .....!! মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে তবুও কিছু মানুষ তবুও কিছু মানুষ এটাকে অতিরক্ত ঢং বলে আখ্যায়িত দেয় তা বুঝি না....!!!? অকারনে জিদ করা ঝগড়া করা কোন কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস খুব মুহূর্তে ডিস্টার্ব করা এগুলা হলো এক ধরনের পাগলামি .....!!!. যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাটাও ততটাই বেশি থাকে ......!!!! ❤️?? পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক .....!!! পাগলা মনি কারা করবে !??? পাগলামনি ছেলে মেয়ে উভয়ই পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদেই ক্ষেত্রেই বেশি শোভা পায় কারণ পাগলামি মেয়েদেরই মানায় ছেলেদের নয় ...!!? ছেলেদের মানে রাগ সংগ্রামী ও আর সাহসীতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ববোধে ও কর্তব্যে মেয়েদের ভালবাসা প্রকাশ পায় অভিমানে আর ঢঙে ও পাগলামিতে .....!!! ❤️?? প্রেমিক তো হয় সে পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান ঢং ও পাগলামি সহ্য করে ভালোবেসে যায় ....!! ??❤️?
Nila Islam
13 Blog posts