জীবনের গল্পগুলো তো একই থাকে ....!! বদলায় তো শুধু চরিত্রগুলো ....!!? হারানো সময়টাকে খুব মিস করা যায় ....!! কখনো ফিরে পাওয়া যায় না ....!!? সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম .........!!!? তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলব.!??️ ছোট্ট একটা জীবন কত কিছু না ঘটে একই আকাশে নিচে ...!! কেউবা হাসে ....!! ?? কেউবা কাঁদে ......!!????️ ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম ....!! ?? পারিনা শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে ...!!? আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না সবকিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি ...!!?? ?? তাই এখন সবকিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি ....!! ?? হাসিখুশি থাকি বলে দুঃখ নেই ভেবোনা সোনার মতন মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না ....!!? ??️? জীবনে এমন এক সময়ে পৌঁছে গেছি না পারছি কান্না করতে !!!! ???️ আর না পারছি নিজের দুঃখগুলো কে কাউকে বলতে ...?!!?? খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না .....!!? ??গিয়ে তার চরিত্রকে দেখা যেত ......!!? ?❤️তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে....!!? ?? তার চরিত্রকে সুন্দর করার .....!!? ??প্রতিযোগিতা করত .....!!??.???
Nila Islam
13 Blog posts