ছোট বেলার

ছোট বেলার স্মৃতিচারণ আবেগ ছোয়া

ছোট বেলা

মিস করি তোকে হারিয়ে যাওয়া ছোট বেলা, 

 

কতশত বাহানা দিয়ে বাবার মায়ের কোলে উঠতাম।

 

২ মিনিটের রাস্তা নানু বাড়ি আর দাদা বাড়ি,,আব্বুর কোলে উঠে চোখ বন্ধ করে ভাবতাম রাস্তা যেনো খুব বড় হয়।

তখন এটা মাথায় আসতো না আমাদের কোলে নিয়ে তাদের কাছে কখনো বোঝা মনে হয়নি?

 

কিন্তু যখন এই বাবা মা রা বৃদ্ধ হয় তাদের কেনো আমরা বোঝা মনে করি?

 

 

যায় হোক আমার টপিক আজ আমাকে নিয়ে বৃদ্ধাআশ্রম নিয়ে অন্য কোনো দিন কথা বলবো।

 

ছোট বেলায় কত খেলাধুলা করেছি

 

ছোট বেলায় সব ভাই বোনরা এক সাথে একই বাড়িতে ছিলাম।

 

বড় হলাম আর আস্তে আস্তে সব জেনো ঝড়ের মত হারিয়ে গেলো।

 

কেউ কারো খোজ নেই না।

 

কারো সাথে দেখা হয় না।।

 

এটা তো ফোনের যুগ তাহলে কেনো এমন কথা।

 

ভার্চুয়াল জীবন কি আদো আমাদের ছোট বেলা ফিরিয়য়ে আনতে পারে.?

 

মানুষের বাড়ি থেকে আম জাম কলা পেয়ারা বরই পেরে নিয়ে দিতাম দৌড়,,,

আমাদের এলাকায় যখন প্রথম প্রথম ফ্লাইট তৈরি হয় মানুষের দরজায় কলিং বেল বাজিয়ে দিতাম দৌড় ?

 

কানামাছি ভৌচি ছোঁয়াছুঁয়ি বরফ পানি,,গোল্লাছুট,,, কুতকুত মাংসচোর জুতা চোর কত রকমের খেলা খেলেছি?

 

কোথায় গেলো আমার শৈশব।কেনো বড় হলাম? বড় হলাম তো সাথে কত রকমের পরিবর্তন কত দায়িত্ব।


Salma Akter

268 Blog posts

Comments