পৃথিবী সূচনা

সর্বপ্রথম যে বস্তুটি থেকে পৃথিবী সৃষ্টির সূচনা করেছিলেন আল্লাহ

একবার ভাবুন এ বিশাল মহা বিশ্ব কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চাঁদ আকাশ তারা সব কিছু কি হঠাৎ এমনি এমনি একা তৈরি হয়ে গেছে? 

 

নাকি,

এর পিছনে রয়েছে অবিশ্বাস্য কাহিনি"

 

আচ্ছা পৃথিবী যখন ছিলো না আকাশ যখন শূন্য ছিলো

তখন আসলে কি ছিলো?

 কিভাবে মহান আল্লাহ তা'আলা প্রথমে কলব সৃষ্টি করলেন।

সকল সৃষ্টির শুরুতে কেনোই বা কলব তৈরি করলেন।

 

এবং সেই কলব কে কি লেখতে বললেন/আর সেই কলব

৪০০ বছর ধরে একটি লেখায় লেখতে ছিলো।

আমরা আজকের এই পর্বে জানবো পৃথিবী সৃষ্টির বিস্ময়কর কাহিনি।

 

 

#হযরত আদম আঃ ও হাওয়া আঃএর পৃথিবীতে আগমন ও নূহ আঃ মহা প্লাবন ও ইব্রাহিম আঃ অগ্নি পরিক্ষা 

 

এবং শেষ নবী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ আগমনের আশ্চর্য সকল হৃদয় কম্পন সৃষ্টিকারী ঘটনা।

কিভাবে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার মিল আছে

 

সেই সৃষ্টি কলবের অছিলায় সব হতে লাগলো।

আর কেনোই বা ইবলিশ শয়তান হযরত আদম আঃ সিজদা করতে অস্বীকার করলো।

সব কিছু আজকের কথায় তুলে ধরবো।

 

তখন পৃথিবীতে চাঁদ তারা সূর্য গ্রহ নক্ষত্র কিছুই ছিলো না

 

আমাদের রব সৃষ্টি কুলের মালিক মহান রব্বুল আলামীন সুবহানাল্লাহ তা'আলা যখন কলব সৃষ্টি করলেন। 

 

তখন বললেন

 

     হে কলম, তুমি লেখো”

 হে আমার রব, আমি কী লিখব?" 

  "তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো”

 

তারপর কলব ৪০০ বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহু লেখতে থাকলো।

 

তারপর যখন ৪০০ বছর অতিক্রম করলেন

তখন আল্লাহ তা'আলা কলব কে জিজ্ঞেস করলেন 

 

   হে কলব তুমি কি লিখছো

        বলো তো?

 

তখন কলব কাদঁতে কাদঁতে বললো হে আল্লাহ আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহু লেখছি।

 

তখন আল্লাহ বললেন তুমি কেনো তার শেষ অংশ লিখছো না।

 

কলব ভয়ে ও আতঙ্ক হয়ে বললো

 

হে আমার রব আপনি পাক ও পবিত্র। আপনি এক ও অদ্বিতীয় আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই।

তবে আমি এই নামের শেষে কি লিখবো তা তো আমার জানা নেই।

তখন আল্লাহ বললেন হে কলব

 

লেখো লা ইলাহা ইল্লাল্লাহু আর তারপর লেখো আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম যুক্ত করে লেখো মোহাম্মদ রাসুলুল্লাহ সাঃ 

 

এ কথা শোনে কলব কয়েকশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ লেখলো।

 

https://youtu.be/7EAo0ewVKz4?si=f_TG2kR4eEiMIgjD


Salma Akter

268 Blog posts

Comments