হযরত মূসা আঃ

হযরত মূসা আঃ এর জীবনি

প্রিয় বন্ধুরা কেনো ইবলিশ শয়তান আজও মূসা নবীর কবর খোজে বেড়াচ্ছেন।

 

মূসা নবীর কবর খোজে পেলেই বা কি হবে?

 

আর কেনোই বা মূসা নবীর কবর মানুষের চোখের আড়ালে?

 

প্রিয় বন্ধুরা পৃথিবীর ইতিহাসে হযরত মূসা আঃ আল্লাহর প্রেরিত নবী ও একজন পয়গম্বর ছিলেন।

 

হযরত মূসা আঃ এর মহৎতের কথা কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে।

কোরআন মাজিদের ত্রিশপারার মধ্যে ২৮ পারাতেই মূসা আঃ এর কথা উল্লেখ করা হয়েছে।

 

৩৬ টি সূরার মাঝে তার নাম ১২০ বার আসছে।

 

সকল নবী রাসূলদের মধ্যে আল্লাহ তা'আলা মূসা আঃ কে সবচেয়ে বেশি মুজেজা আল্লাহ তা'আলা দিয়েছেন। 

কোরআন হযরত মূসা আঃ এর ফজিলত পূর্ণ জীবন ও তার ইসলাম প্রচারের অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ননা করা হয়েছে।

 

কিন্তু খ্রীষ্টান্দের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হযরত মূসা আঃ এর ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে।

 

বাইবেলে হযরত মূসা আঃ কে নিয়ে বলা হয়েছে ওনি তার বান্দাদের মিশর থেকে বের করে অনেক বড় ভূল করেছিলেন। 

যার কারনে আল্লাহ তা'আলা হজরত মূসা আঃ কে অনেক বড় শাস্তি দিয়ে ছিলেন. 

 

শাস্তি ছিলো আল্লাহ তা'আলা সব নবী রাসূল দের যে যায়গা দিয়ে ছিলো তা তাকে দূর থেকে দেখানো হয় সেই স্থানে তাকে ্য যেতে নিষিদ্ধ করা হয়।

হযরত মূসা আঃ  মৃত্যু বরন করেন। বায়তুল মোকদ্দমায় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি।

https://youtu.be/zH2RhieIuYc?si=RTfLHsT8EBz5TtIq


Salma Akter

264 Blog posts

Comments