ইয়াজুজ-মাজুজ

ইয়াজুজ-মাজুজ নিয়ে কিছু কথা আলোচনা

শুধু মাত্র ইনশাআল্লাহ না বলার কারনে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে, বাদশা জুলকারনাইনের সেই লোহার প্রাচিরের নিচে বন্দী হয়ে আছে কেয়ামতের আসল নিদর্শন পৃথিবীর ধংষ্কা্ত্ব এক জাতি,,

যাদের নাম ইয়াজুজ-মাজুজ।

 

আজকের আলোচনায় জানবো কোথা থেকে তারা আসবে আর কবে আসবে?

 

সেই সাথে জানবো ইয়াজুজ-মাজুজ কাদের বংশ ধর এবং কোথা থেকে এসেছে আর বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতা কেনো?

 

 

আর কেয়ামতের অন্যতম নিদর্শন যখন ইয়াজুজ-মাজুজ লোহার প্রাচীর ভেঙে বের হবে,তখন আর পৃথিবীর সকল মিঠা পানি ২ দিনে খেয়ে শেষ করে ফেলবে।

 

প্রশ্ন হচ্ছে সেই প্রাচীর তা বর্তমানে কোন দেশে অবস্থিত, 

 

জেনে অবাক হবে বর্তমানে কিছু সাইনটিস্ট চীনের সন্ধান পেয়েছেন।

 

বাদশা জুলকারনাইন যিনি ছিলেন পুরো পৃথিবীর বাদশা

সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেক টা মানুষ জুলকারনাইন কে আজও মনে করে।

 

এই যেমন ধরেন খ্রিষ্টান রা তাকে সাইরাস দ্যা গ্রেড মনে করে।

 

মুসলমান রা তাকে বাদশা জুলকারনাইন মনে করে।

এমন প্রত্যেকটা ধর্মে তাকে কিছু মনে করে।

 

পবিত্র কোরআন থেকে জানা যায় তিনি লম্বা একটি সফরে গেলেন।

এবং এমন একটি স্থানে গেলেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা পড়ছে আর তার ওপর দিকে সমুদ্র এবং লাল টুকটুকে সূর্য সমুদ্রর নিচে ডুবতেছে।

এবং তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি আর তারা খুব নির্যাতিত জাতি৷ ছিলো।

 

জুলকারনাইনকে বলা হলো হইতো তুমি তাদের আশ্রয় দেও নইতো শাস্তি দেও

https://youtu.be/ttrboQPnHlM?si=d5QT8h1vPMNZ5aLA


Salma Akter

268 Blog posts

Comments