Temporral & Percmanent Cornbraceptive methods.
Date
Tem Porcarry:-
*Condom:
Pil-Femicon, ovostat.
*Injection:-
Depot medraxy, Norethisteron.
* সুবিধাঃ-
সহজে ব্যবহার করা যায়।
কোন রোগ সহজে ছড়ায় না।
* অসুবিধাঃ-
যদি ছিড়ে যায় তাহলে কনসিভ হবে।
Allergic, Rash হতে পারে।
*Pil অসুবিধাঃ- মাথা ঘুড়ায়।
③ ওজন বেড়ে যায়
Date
বমি বমি লাগে।
⑧ মাথা ব্যাথা করে। (Spotting Bleeding ৫ মাসিকের মাঝখানে আবার মাসিক হয়।
*Pil এর সুবিধাঃ-অনিয়মিত মাসিক। ③জন্ম বিরতীকরন কাজে সাহায্য করে। Nivelon lite, Rosen gold খেলে মাথা ঘুরানো ও বমি বমি ভাব থাকে না।
*Contraindication:-
ও মাইগ্রেনের রোগী, ডায়াবেটিকস, থাইরয়েড, হার্টের রোগী, লিভারর স্ট্রোকের রোগী, হাইপ্রেসারের রোগী
Date
* পিল খাওয়ার নিয়মঃ- মাসিক যেদিন হবে সেদিন থেকে ২২দিন সাদা ট্যাবলেল্ট খাবে তারপর লাল ট্যাবলেট খাবে। যদি ভুলে যায় যখন মনে পড়বে তখন খাবে। তিনদিনের বেশি হলে কনডম ব্যবহার করবে।
*Injection:-
Depot medroxy acctate. Norethistercon e
* নিয়মঃ মাসিকের ২য় দিন থেকে ৫ম দিন তিন মাস পর পর দেয়।
*অসুবিধা:- মাসিক অনিয়মিত হয়। Pelvic inflamation Disease (PID)
Date জরায়ু, ডিম্বাশয় ডিম্বনালী এইগুলায় যদি Infection হয়।
* দীর্ঘমেয়াদী
• Norrplant: নাম হাতের elbow তে
লাগায় একটি রা মেয়াদ ৩/৫ বছর মাসিকের ২য়-৫ম দিন লাগাতে হবে।
•Copper-Tঃ জরায়ুতে 'T' শেপে থাকে।
② জরায়ু ছিদ্র হয়ে যায়। একাই বের হয়ে যায়।
- অসুবিধাঃ অনিয়মিত মাসিক। সুতা ছিড়ে যায়। মেয়াদ ২০ বছর।
- Date
Parrmanent
. Ligation: Fellpian tube টটাকে Chib বেধে দেয়।
• Tubectomy: Tube ২টা কেটে দেয়।
ছেলেদের পদ্ধতিঃ vesectomy.
• Indication: কাকে কাকে দিতে পাররা।
•Contrra indicationংকাকে দিতে পারবোনা।
•Complication: দেওয়ার পর কীকা সমস্যা হচ্ছে।
• Side effect:-পার্শ্বপ্রতিক্রিয়া।