Today's topics is "Eczema/Prosis" & "Absess/Boil" & "Acne"

Today's topics is "Eczema/Prosis" & "Absess/Boil" & "Acne" নিয়ে আলোচনা

Absess/Boil (ফোড়া)

 

Date

 

* করিনঃ-

 

ময়লা থাকলে।

 

*লক্ষনঃ-

 

ফুলে যায় ব্যাথা থাকবে।

 

তজ্বর থাকবে ও লুজঁ জমা হবে।

 

আক্রান্ত স্থান লাল হয়ে থাকবে।

 

*0/E:-

 

•T-100°F

 

•Tenderness +

 

*Adv:- CBC

Eczema

 

Prosis

 

Date ৬ ১২২৪

 

* লক্ষনঃ-

 

চামড়ায় বাষ্ট (scale) রং সিলভার সাদা।

 

প্রচুর চুলকানী থাকবে।

 

বষ্টির নিচে লালচে চামড়া। ⑧ ছড়াবে না।

 

*Rx,,

 

•Gacozema cream (দিনে ২বার) ভাল হওয়ার পর ১৫ দিন পর্যন্ত।

 

• Topicort cream ২বার-১০দিন চুলকানীর জন্য।

 

• Tab. Alatrol-১০ দিন ০+০+১

 

• Hexisol দিয়ে পরিষ্কার করবে।

Acne/ব্রন

 

Date

 

*লক্ষনঃ-বয়সসন্ধি কালে।

 

① চাপ/প্রেশার বেশি থাকলে।

 

রাত জাগলে।

 

* প্রকারঃ- ৩ প্রকার।

 

গ্রেড বেঃ কমোডন (ফোড়ার মত) প্রধান। প্যাপিউল (ঘামাচির মত্য থাকবে।

 

ক্ষত দাগ থাকবে।

 

প্রেড়②:- প্যাপিউল বেশি থাকবে। ① নডিউল (শশু গুটিং থাকবে ন(শশু গূটি) থাকবে মত এ. গ্রেড নডিউল প্রধান থাকবে।

 

① কমোডন ও প্যাপিউল থাকতে পারে। ⑪ক্ষত দাগ থাকবে।

 

চুলকানা থাকবে, কষকষ বের হবে, ব্যাথা থাকবে।

Date

 

*RX,

 

পুঁজ জমা হলে -Drain করে পুর্জ বের করে দিতে হবে।

 

•Cap. Pluclox 50০(১+১+১+১) ৭ দিন

 

•Tap. Napa 5০০/১+১+১) জ্বর থাকলে।

 

•Tab. Rolac-10(১+০+১) ভরা পেটে ব্যাথা বেশিথাকলে সাথে গ্যাষ্টিকের

 

• Tab. MaxPro 20-Sto+১) ৭দিন দিবো। পুঁজ বের হয়ে গেলে নিয়মিত ডেসিং করব।

 

  • ফোড়ায় পুঁজ জমা থাকে ন্যাথা বেশি হয়। Boil এ পানি জমা থাকে ব্যাথা কম হয়।
  • Date

*Rx, উপদেশঃ-

 

• হাত বা নখ দেওয়া যাবে না।

 

• চাপ কমাতে হবে, পানি বেশি খেতে হবে, হাত-মুখ নার ধোয়া।

 

• ভাজা-পোড়া কম খাওয়া।

 

*RX,

 

• ঘ্রানযুক্ত সাপান বর্জন করতে হবে।

 

•Clindex Jelly/Gel আক্রান্ত স্থানে পরিষ্কার করে রাতে একবার লাগানো।


Salma Akter

272 Blog posts

Comments