Antibiotic ডোজ ব্রণের
Antibiatie ডোজ ৩,৫,৭,১৪ দিনের দিতে হয়। সব Antibiatie এর জেত্রে সপ্তাহে তিন দিন খেতে হবে। শনি, রবি, সোম তিন দিন খেলে শঙ্কা, বুধ, বৃঙ্গপতি শুক্ত চার দিন বন্ধ রাখতে হবে এবং সেম নিয়মে শনি থেকে আবার শুরু করতে হবে। একই টাইসে উপধ খেতে হবে। ১মাস।
Lotion clindamycin
বাজার নামঃ clindamycin Lation
অথবাঃ Enythromycin Lation
যদি মোটামুটি হয় দিনে ১বার আর যদি বেশি হয় তাহলে দিনে ২ বার ব্যবহার করতে হবে। Lotion এর ভিতরের ফোম ব্যবহার করতে হবে। প্রতিদিন রাতে ফোম ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে।
Sea
D
R
③cap: vitamin-A
বাজার নাম: Actinol Fortee (50,000 IU) উপদেশঃ ১+০+০-১মাস ভরা পেটে। ✓✓ বেশি বেশি পানি খেতে হবে। ② কামেটিকস ব্যবহার করা যাবে প কষা পায়খানা হওয়া যাবে না ② পর্যান্ত ঘুমাতে হবে।
Syp: SAFI এটা খেলেও ট্রল কমে এটা হারবাল উঠ।
seabies
scabies খালি চোখে সহজে দেখা যায় না লানের সমস্ত পুরো শরীর চুলকাতে।
② চুলকানি রাতের বেলা বাড়বে।
⑥ স্পেশালি হাতের আঙ্গুলের চিপায়, প্রাইভেট পার্টি এবং বেটেং ওই দিক গুলোতে চুলকাবে।
আরে ইনফেকশন হয় তখন সারা শরীরে লাল লাল wখন CVR অতিরিক্ত ব্ল্যাশ বের হবে।
RX eneam Permethrin - 5%.
বাজার নামঃ ① Permin - 5%
Lonix - 5%
seaben-5%
Elimale-5%%
অথবা,
Permethrin + chrotamiton বাজার নামঃ
Lonix Plus Lation
Elimale Plus,
গরম পানি দিয়ে সারা শরীর পরিষ্কার করে বা গোসল করে শরীর ভালো করে শুখিয়ে মনমটা সারা শরীরে লাগাতে হাত। শুধু প্রাইভেট পাট গুলো ছাড়া সারা শরীরে মলম দিতে হবে। মলম দেওয়ার পরে ৪ থেকে ৫ মিনিট সারা শরীর শুকিয়ে নিতে হবে এবং ১০/১৪ ঘন্টা রেখে সকালে কুসুম
রম পানি দিয়ে গোসল করতে হবে।
f