যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় ...!! আরজে শত অবহেলা ও থাকতে যেতে চাই তাকে মূল্য দেয় না....!! কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য কখনো কখনো কঠোর হওয়াটা অনেক দরকার সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝেনা.... ভালো থাকতে হলে কখনো কখনো মৃত্যুর হতে হয় ...!!
যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দাও.....!! কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না ....!! স্বার্থপর মানুষের সফল্য বাড়লেও সুখী হতে পারেনা ....!! বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে কথা বল পৃথিবীতে বাস্তবের মধ্যে বাস্তব কথা হলো মানুষের যখন সফলতা আসে তার দার প্রান্তে এসে দাঁড়ায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় ....!!!?? আপনি যখনই একা হয়ে যাবেন আপনার পাশে থাকার মত হাজার মানুষের খুঁজে পাবেন না....!!? আপনার একাকীত্বকে আপনাকে একাই বহন করতে হবে ...!! এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীতে আর কোথাও তা আপনি শিখতে পারবেন না .....!! সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না ...!!! সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় হাজারবার ঘুরতে গেলেও ভুলবেন ... নিজেকে তুমি এমন ভাবে তৈরি কর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে ......!!? জীবনে যখন দুঃখ আসে তখন আপন মানুষ পর হয়ে যায় কেউই পাশে থাকেনা প্রতিটি মানুষই বহুরূপী আমরা একজনকে কখনো চিনতে পারি যতটুকু সামনে তুলে ধরবে........!!!? প্রিয় মানুষের সাথে কথা না বলা থাকাটা সত্যিই খুব কষ্টের সব সহ্য করা যায় মেয়ে মানুষের অবহেলা সহ্য করা যায় না....!!! ভালোবাসার ভিতরে বেশি মূল্য দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্ব পূর্ণ সস। নিজের দুর্বল জায়গাটাকে কখনো তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তার কাছে তোমার আঘাত করার বড় অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়া যত কম প্রকাশ করবে মানুষ তোমাকে আঘাত করার সুযোগ কম পায়