চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। কি সত্যিকার সে কখনো চোখে জল আসতে দিবেনা নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মত পাওয়াটা হলো ভাগ্য। আর মনের মত বানিয়ে নেয়াটা হল ভালোবাসা। হতাশার কিছু নেই সব সময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত পৃথিবীর কোন ভালো বই তারা তোমাকে শেখাতে পারবে না। যে ভালো দেখতে তার কাছে নয় কি ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কান্না করবে। কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর একটা ফোটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দিতে পারে। তেমনি মানুষের অহংকার হাজারগুনকে নষ্ট করে দেয়। খালি পকেটের বেকারত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোন বই তোমাকে শেখাবে না। চুপ থাকতে শিখুন যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে যাওয়ার ময়না সবাইকে নিজের মত তৈরি করে নিতে হয় সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার কাছে রয়ে যাবে। ভালোবাসা কঠিন না কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলে পুরো জগতে এসে আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ হলে কি কোন স্যার আপনাকে তাড়া করব না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোন একটা গুন আছে যা কিনা স্বর্ণের চেয়েও অনেক দামি আশা জীবনের বড় সত্য যদি তোমার স্বপ্নের বিশ্বাস কর তবে এটা সত্যি হবে যদি এমন কোন পদ পদ না বের করতে পারো যে তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে যতদিন না নিজেকে প্রতিশ্রুতি করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সবসময়। একটি মানুষ দুটি কারণে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আছে। অথবা তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়।
Nila Islam
18 Blog posts