পুরোনো দিনের কথা

সে কি ভোলা যায়?

আর মাত্র কয়েকদিন তারপর চলে আসবে শীতের আমেজ । শীতের কুয়াশামাখা ভোর যেমনটা ঠান্ডা তেমনি রোমাঞ্চকর । 

 

 এই শীত আসলেই মনে পড়ে যায় সেই হাই স্কুল লাইফের কথা । ঘন কুয়াশায় সকাল ৬.০০ তেই বাড়ি থেকে বেরিয়ে রওনা দিতে হয় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে । সেখান থেকে এসে আবার স্কুল, আবার রাতে প্রাইভেট । এভাবেই চলে যেত প্রতিটা সপ্তাহ । আর শুক্রবার ছুটির দিন মানেই লেপ মুড়ি দিয়ে সকাল ১০ পর্যন্ত শুয়ে থাকা তারপর বিছানায় বসেই লুডু খেলা ।

 

সবচেয়ে যেটার জন্য অপেক্ষায় থাকতাম তা হলো পিঠে খাওয়া । হরেক রকমের পিঠা থাকত । আপনি সারাবছর , দৈনন্দিন খাবার তালিকাতে ৩ বেলাও যদি পিঠে খান তারপরও শীতের কনকনে ঠান্ডায় খাওয়ার আলাদা একটা অনুভুতি আছে ? এই অনুভূতি না থাকলে আপনি বাঙালি না !

 

কত কত স্মৃতি জমা হয়ে আছে । সেই অতীতে কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করার কোন উপায় ছিল না তখন । অহরহ স্মার্টফোন ছিল না আমাদের যুগে ‌। ক্যামেরাবন্দী নেই তো কি হয়েছে? সেই মুহূর্তগুলো উপলব্ধি করার ক্ষমতা আমাদের জেনারেশনের আছে ! 


Hoimonti Shukla

137 Blog posts

Comments