কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি শুন্য এবং এক অর্থাৎ বিদ্যুৎ দেয়াও না দেয়ার জন্য ট্রানজিস্টার ব্যবহার করা হয়।
ট্রানজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের মাধ্যমে সংখ্যাকে উপস্থাপন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে বাইনারি সংখ্যা দুটি অর্থাৎ শূন্য ও এক এ দুটি সংখ্যা ডিজিট ব্যবহার করা হয়।
একটি ট্রানজিস্টরে শূন্য দ্বারা খোলা অবস্থা অর্থাৎ প্রবাহিত হবে না এবং এক দ্বারা বন্ধ অবস্থায় আর তা বিদ্যুৎ প্রবাহিত হবে বুঝাই। একটি মাইক্রোপ্রসেসর এর লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে।
প্রতিটি ট্রানজিস্টর একটি সুইচের মত কাজ করে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করে বন্ধ রাখে। শূন্য ও এক ইনপুট নিয়ে বুলিয়ান আলজেবরা ও ডি মরগানের সূত্র অনুযায়ী কি ধরনের আউটপুট দিবে তার জন্য আবিষ্কার করা হয়েছে লজিক গেইট।
লজিক গেট হল ডিজিটাল ইলেকট্রনিক্স এর মূল ভিত্তি। লেটেস্ট সব ইলেকট্রনিক ডিভাইসে লজিক গেট ব্যবহৃত হয়। বিভিন্ন ট্রানজিস্টর হয় লজিক গেইট। বুলিয়ান আলজেবরা ও যে মরগানের সূত্র বিভিন্ন ইনপুট এর জন্য বিভিন্ন ফলাফল পাওয়ার জন্য বিভিন্ন ধরনের লজিক গেইট কে সমন্বয় করে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সার্কিট।
যেমন অংক করার জন্য তৈরি সার্কিট হলো অ্যাডার