জর্জ বুল

Comments · 23 Views

গণিতবিদ ও দার্শনিক

জর্জ বুল বিটিশ গণিতবিদ ও দার্শনিক, যাকে গাণিতিক যুক্তি বিজ্ঞানের এর একজন হিসেবে গণ্য করা হয়। 

১৮৫৪ সালে তার প্রধান কাজ ইনভেস্টিগেশন অফ দা অফ থট বের হন। তিনি যে প্রকার প্রতীকি যুক্তিবিজ্ঞান  নির্মাণ করেন, তার ওপর ভিত্তি করে পরবর্তীতে বুলিয়ান আলজেবরার গবেষণা শুরু হয়। বর্তমান সময়ের কম্পিউটিং ও বীজগণিতে আলজেবরার গুরুত্ব রয়েছে। 

বুল ডি মর গান এবং কাজ আধুনিক বিধিগত আলজেবরা নির্মাণে সাহায্যকারী ভূমিকা রাখে। ভুলের গবেষণা কর্ম বহুদিন যাবত যুক্তিবিদগণ ব্যত যে অপরিচিত ছিল। বুলিয়ান আলজেবরার ব্যবহারিক কোন প্রয়োগ বহুদিন যাবত কিন্তু অনাবৃষ্টিত ছিল। 

বুলের মৃত্যুর 70 বছর পরে ক্লোদ সানন ইউনিভার্সিটি অব নিশি গান তো অবস্থায় দর্শন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে আলজেবরার খোঁজ পান। 

পরবর্তীতে এমআইটিতে পড়ার সময় ক্যানন তার মাস্টারদের থিসিসে দেখান কিভাবে বুলিয়ান আলজেরার মাধ্যমে টেলিফোন রাউটিং সুইচের তড়িৎ যান্ত্রিক রিলে সমূহের নকশা সঠিকভাবে করা যায়। 

তিনি আরো দেখান এ ধরনের বর্তনী দিয়ে বলিয়ান আলজেবরার বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব। তড়িৎ বর্তনী দিয়ে যুক্তিবিদ্যার গণনা হল আধুনিক কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তি। 

Comments
Read more