পৃথিবীর সকল মানুষ বা কিছু মানুষ সাময়িক সুখের জন্য মিথ্যার পথ বেছে নেই।কারণ মিথ্যার পথে হাটলে সহজেই জীবনে টাকা পয়সা কামানে যায়।
কিন্তু ভুলে গেলে হবে না,সাময়িক সুখের জন্য তুমি কি হারাইতেছো।আরো মনে রাখতে হবে একটা মিথ্যা বললে সেই মিথ্যা ঢাকতে হাজারো মিথ্যা বলতে হয়।
আর মিথ্যা মানুষ কে এবং মানুষে মনুষ্যত্বকে ধ্বংস করে দেই। মানুষ তার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে। মিথ্যা পথে হাটা মানুষ এক সময় সব হারাই।
কিন্তু যে মাুষ সত্য পথে চলে তার প্রথমে মিথ্যার সাথে লড়াই করতে হই। মিথ্যার সাথে লড়াই করতে পাইলেই জীবনে আসল সুখ আসবে। যা চিরকাল থাকবে।যে মানুষ সৎ পথে চলে আল্লাহ সেই মানুষ কে নিজে সাহায্য করেন। এবং ভালোবাসেন।
আসুন আমরা সবাই সত্যের পথে চলি