পাইকারি ব্যবসায়ের ধারণা

পাইকারি ব্যবসায় কি

কাঁচামালের উৎপাদক বা আমদানিকারকে নিকট হতে এ পণ্য ক্রয় করে উৎপাদক বা আমদানিকারক বা নিকট বিক্রয় কার্যকে ব্যবসা বলে।এরূপ ব্যবসায়ীরা একত্রে অধিক পরিমাণে ক্রয় করে বিধায় তাদের আর্থিক সামর্থ্য ভালো থাকে। 

পাইকারি ব্যবসায়ীরা কখনো বন্টন প্রণালীর প্রান্তে  অবস্থান করে না। তারা খুচরা ব্যবসায়ীর আগে অবস্থান করে।পাইকারি ব্যবসায় যত ছোট হোক না কেন তারা কখনো ভোক্তার নিকটপূর্ণ বিক্রয় করে না। এরা  পরিমাণে পণ্য ক্রয় করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে তুলনামূলকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অন্যান্য পাইকার ও খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে। 

বন্টন প্রণালীতে যত ধরনের ঝুঁকি বিদ্যমান থাকে তার প্রায় প্রতিটা কোন না কোনভাবে পাইকাররা বহন করে। গুদামজাতকরণ,পরিবহন, মোরককরণ, বিজ্ঞাপন প্রদান, ক্রয় বিক্রয় ইফতারির সকল কাজ পাইকারি ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম হিসাবেই গ্রহণ করে। 

পাইকারি ব্যবসায় সম্পর্কে flipc করলার এবং গ্যারি আর্মস্ট্রং  বলেছেন যারা পুনরায় বিক্রয় করার জন্য অথবা বাণিজ্যিক ব্যবহারের জন্য পণ্য বাসে বা ক্রয় করে তাদের নিকট পূণ্যবাসীবা বিক্রয় সকল কাজি পাইকার ব্যবসায়ের অন্তর্ভুক্ত। 

পরিশেষে বলা যায় অন্য সামগ্রী একযোগে ক্রয় বিক্রয় এর নামই পাইকারি ব্যবসা। অর্থাৎ প্রাথমিক উৎপাদনকারীদের নিকট হতে কাঁচামাল সংগ্রহ করে তা উৎপাদকের নিকট এবং শিল্পে বা আমদানিকৃত পণ্য অধিক পরিমাণে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় কার্যকে পাইকারি ব্যবসায় বলে। 


Badhon Rahman

177 Blog posts

Comments