অন্য বন্টন ব্যবস্থায় পাইকারি ও খুচরা ব্যবসায় উভয়ত্ব ব্যবসায়ী হিসাবে পরিচিত। উভয় ধরনের ব্যবসায় স্বত্বগত উপযোগ সৃষ্টি অর্থাৎ পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় প্রকৃত ভোগকারীর নিকট পণ্য প্রেমের সাহায্য করে। তাই উভয়ের মধ্যে ক্ষেত্র বিশেষে মিল থাকলেও বিভিন্ন ক্ষেত্রে যে সকল পার্থক্য থাকে।
পাইকারি ব্যবসায় :
১. উৎপাদক বা আমদানিকারকের নিকট হতে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা শিল্পে ব্যবহারকারীদের নিকট ব্যবসায় বলে।
২. এরূপ ব্যবসায় একটি বড় প্রতিষ্ঠান। অংশীদারি বা কোম্পানি হিসেবে এরূপ ব্যবসায় গড়ে উঠতে পারে।
৩.এরূপ ব্যবসায়ীগণ উৎপাদক বা আমদানিকারক ও সেই বা এবারকার ঈদের মাঝে অবস্থান করে
৪.এক্ষেত্রে একসঙ্গে অধিক পরিমাণে পণ্য ক্রয়ম মজুদ করতে হয় বিধায় প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন পড়ে
৫. ভালো যোগাযোগের ব্যবস্থা রয়েছে গুরুত্বপূর্ণ ব্যবসায় কেন্দ্রে এ ধরনের ব্যবসায়ী কেন্দ্ীভূত হয়
খুচরা ব্যবসা :
১.পাইকার বা অন্য কোন উৎস হতে পণ্য দ্রব্য ক্রয় করে প্রকৃত ভোট কারীদের নিকট বিক্রয় কার্যকে খুচরা ব্যবসায় বলে ।
২.বেশিরভাগ খুচরা ব্যবসায়ই ক্ষুদ্রায়তন এক মালিকানা প্রকৃতির হয়।
৩.এ ধরনের ব্যবসায়ীগণ পাইকার ও ভোক্তাদের মধ্যেবর্তী স্থানে অবস্থান করে
৪.তুলনামূলকভাবে স্বল্প মূলধনে এরূপ ব্যবসায় পরিচালনা করা যায়
৫.শহরে, গ্রাম গঞ্জের জনবসতিপূর্ণ এলাকায় সমাগম ঘটে এমন স্থানে এরূপ ব্যবসা গড়ে ওঠে।