নামাজ বা সালাহ ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি একজন মুমিন বা মুসলমানদের জন্য প্রতিদিনের ইবাদত।
নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাত বা নামাজকে জান্নাতের চাবিকাঠি বলা হয়। সালাত ব্যতীত কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন মুমিন বা মুসলমান হিসাবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বা সালাত আদায় করা খুবই জরুরী।
কেননা নামাজের সালাতের মাধ্যমে একজন মুসলমান পুরোপুরি মুমিন হয়ে ওঠে। নামাজ কায়েম করলে মানুষ সর্বদা সত্যের পথে চলে। মিথ্যা থেকে দূরে থাকে। সকল সকল বাচালাত আদায় করা খুব প্রয়োজনীয়।
যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাকে অনেক ভালোবাসেন এবং নিশ্চয় তিনি আল্লাহর প্রিয় বান্দা। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ সর্বদা সঠিক পথ দেখান।
সালাত কয়েকজন খারাপ বা মন্দ কাছ থেকে এবং জিনার থেকে দূরে রাখে।
তাই আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আদায় করার।