রাতের শহর

Comments · 70 Views

এক অন্য রকম ভালো লাগা

রাত হলেই জেনো শহরের সকল সুন্দর্য বেরিয়ে আসে। সারা দিনের ব্যস্ত শহর রাত হলেই ঘুমিয়ে পরে।মানুষে ভরা রাস্তা ঘাট রাত হলেই জেনো নিরব হয়ে যায়।

সারা দিনের কোলাহল থেকে জেনো রাতেই মুক্তি। রাত মানে এক অসম্ভব ভালো লাগে শহরে ঘুরতে।

কিন্তু এই রাতে আর একটা নাম আছে। আমারদের সবার নিল রং পছন্দ। নিল রং খুব ভালো লাগে কিন্তু আপনার কি নি রাত সম্পর্কে কিছু ধারণা আছে। 

 আলোহীন অন্ধকারপ্রয়োজন শেষে মানুষ ফিরে যায় নিজ ভুবনে।ফিরে যায় এক ক্লান্ত শরীর নিয়ে।ক্লান্ত ভরা দেহ নিদ্রা পাওয়ার আশায়।

কেউ কি জানে এ অন্ধকার শহরের রাতের নীল রংটা কেমন?কেনইবা জানবে প্রত্যেক মানুষতো আর এ শহর নিয়ে ভাবেনা।ভাবে না এই নীল রং কি?কারণ পৃথিবীতে মানুষ বাঁচে আরেকটু কাল বাঁচার আশায়।

এই সমাজে নীল রঙের মানুষ সব জীবন সাঁজায় তাদের অগোছালো চরিত্রে।তাদের মাঝে খোঁজে পাওয়া যায় না জগৎ সংসার কী?রাতের অন্ধকারে এই শহরে ছড়িয়ে যায় অসৎ চরিত্রের সকল নীল মানুষ।ভয়ংকর এক চরিত্র নিয়ে।এই শহর আর ভালো লাগে না।ভালো লাগে না নীল চরিত্র সব।

Comments
Read more