আপনি কি এখন সত্যিই নিরাপদ?

Comments · 189 Views

অনলাইন প্রাইভেসি একটি ডাহা মিথ্যা কথা

অনলাইন দুনিয়ায় আমরা সবাই একটা জিনিস নিয়ে খুব চিন্তিত থাকি। সেটা হল প্রাইভেসি এন্ড সিকিউরিটি। মানুষ এই প্রাইভেসিয়া সিকিউরিটির জন্য কি না করে। কেউ ফোনে পিন দেয়, কেউ প্যাটার্ন দেয়, কেউ আবার ফেস লক দেয়, কেউ আবার আলাদা করে এপস নামায়।

কিন্তু সত্যিই কি প্রাইভেসি বলে কিছু আছে? অনলাইনে আপনার কাজকর্ম গোপনীয়। আপনি হয়তো ভাবেন গুগল ক্রোম থেকে আপনার হিস্টোরি এক ক্লিকে ডিলিট করে দিলেই সবকিছু শেষ হয়ে যাবে। এতই সহজ।

 

দুনিয়ার যত বড় এপই হোক না কেন আর আপনাকে যতই গ্যারান্টি দেখ না কেন, অনলাইন দুনিয়ায় প্রাইভেসি আসলে মিথ্যা কথা। এখানে প্রাইভেসি বলে কিছুই হয় না, সবকিছুই ওপেন সিক্রেট। কি বিশ্বাস হচ্ছে না! ভাবছেন তাহলে এত এত ফিচার কেন দিয়ে রাখা হয় শুধুমাত্র প্রাইভেসি এন্ড সিকিউরিটির জন্য। আসলে সবই ধোকা, মশাই! 

 

ধরুন আপনি যদি কোন কাদামাখা রাস্তার ওপর দিয়ে হাঁটেন তাহলে আপনার পায়ের ছাপ থেকে যাবে। তেমনি আপনি অনলাইনে কোথায় কোথায় ক্লিক করতেছেন, কি কি দেখতেছেন তা সব কিছুর একটা ছাপ থাকে। যেটা আমরা হিসটুরি নামে জানি। যতই আমরা একে ডিলিট করে না কেন অনলাইনে কোন না কোন সার্ভারে আপনার এই হিস্ট্রি গুলো ঠিকই থাকে। আপনি হয়তো ভাবছেন ফেসবুকে এইমাত্র একটা ছবি আপলোড দিলাম, কিছুদিন পরে ডিলিট করে দিলাম। খেল খতম।কিন্তু না,যে কেউ চাইলেই ওই পুরনো ছবি আবার খুঁজে বের করতে পারে। আপনারা হয়তো data recover নামে একটা সফটওয়্যার এর নাম শুনে থাকবেন যেটা দিয়ে কম্পিউটারে হার্ডডিস্ক ক্লিন করে ফেলার পরেও ডাটা উদ্ধার করা সম্ভব হয়। কিভাবে যে কেউ চাইলেই সার্ভার থেকে আপনার সকল সার্চ হিস্টরি দেখতে পারে। এত দূরে যাওয়ার দরকার হবে না, যে ওয়াইফাই প্রোভাইডার আপনাকে ইন্টারনেট দেয় তাইলে তারাও আপনার হিস্ট্রি দেখতে পারে। 

 

এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি তো খারাপ কিছু করি না, আমার হিস্টোরি দেখলেই বা সমস্যা কি, আর ওই গুলো লোকে সেভ করে রাখলেই বা আমার কি ক্ষতি হবে? আপনার ক্ষতি হয়তো হবে না, কিন্তু তারা ওই ইনফরমেশন দিয়ে লাখ টাকার ব্যবসা করবে। ভাবছেন কিভাবে? এই যে এত ফেসবুক, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়া চালান সবকিছুই তো ফ্রি। কখনো প্রশ্ন জাগে তারা কেন এত ফিচার আপনাকে ফ্রি দিবে? তাদের টাকাটা আয় হয় কোথায়?তাদের টাকা আয় হয় আপনার তথ্য বিক্রি করে, যেটাকে সুন্দর করে প্রাইভেসি এন্ড সিকিউরিটি কথা বলে কোম্পানিগুলো আপনার সামনে চালায় দেয় । আপনার তথ্য তারা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে। তারপর তারা তাদের প্রোডাক্ট আপনার সামনে বিজ্ঞাপন আকারে হাজির করে। আপনি হয়তো এই মুহূর্তে গুগলে সার্চ দিলেন কক্সবাজার কত দূরে? তারপরেই ফেসবুক খুলে দেখতে পাবেন কক্সবাজার ভ্রমণের কিছু ডিসকাউন্ট অফার আপনার সামনে চলে আসছে।

 

আপনি হয়তো গুগল ম্যাপে দেখলেন আশেপাশে কোথায় ভালো হোটেল আছে। সাথে সাথে ইউটিউবে ঢুকে দেখলেন ফুটফান্ডা আপনার সামনে ডেলিভারির অফার নিয়ে হাজির হয়ে গেছে। আপনি গুগলে যেটা সার্চ করলেন সেটা ইউটিউবে গেল কি করে? আবার আপনি গুগলে যেটা সার্চ করলেন সেটা ফেসবুকে গেল কি করে? এভাবে কোম্পানিগুলো আপনার সার্চ রেজাল্ট বা সার্চ হিস্টোরি বিক্রি করে এবং তাই দেখে অন্য কোম্পানিগুলা আপনার পছন্দনীয় প্রোডাক্ট এর বিজ্ঞাপন আপনার সামনে হাজির করে। এভাবে এই বড় বড় মাল্টি চেষ্টাও কোম্পানিগুলো ব্যবসা করে যায়। তাই এরপর থেকে অনলাইনে কোন কিছু শেয়ার করার আগে চিন্তা করবেন। আর প্রাইভেসি এন্ড সিকিউরিটির পাতা ফাদে পা দিবেন না।

Comments
Read more