বাংলাদেশের জলবায়ু

Comments · 70 Views

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন

বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। এদেশ কে ছয় ঋতুর দেশ বলা হয়। বারো মাসে ছয়টি ঋতু বিরাজমান এই দেশে। একেক সময় একেক ধরনের প্রাকৃতিক পরিবর্তন দেখা যায় 

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রায় প্রতি বছরই বিভিন্ন ধরনের দুর্যোগ নেমে আসে।দুর্যোগের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। 

জলবায়ু পরিবর্তনের ফলে ধরনের দুর্যোগ যেমন ভূমিকম্প।,ঘূর্ণিঝড়,টানা বৃষ্টি, পাহাড় ধস   ইত্যাদি হতে পারে। সাথে  মানুষ অনেক বিপদে,।ঘর বাড়ি হীন হয়ে পড়ে। 

জালবায়ু পরিবর্তনের ফলে হতে পারে বন্যার মতো ভয়াবহ দুযোগ।লাখ লাখ মানুষ বাসস্তহীন হয়ে যায় এই বন্যার ফলে। 

জলবায়ু পরিবতনের মূল কারণ গাছ পালা কেটে ফেলে। গাছপালা কেটে ফেলার জন্য তৈরি হয় প্রকৃতিক দুর্যোগ। 

তাই আমরা গাছপালা কাটা থেকে বিরত থাকবো এবং নিজেদের ও নিজের দেশ কে রক্ষা  করবো।

Comments
Read more