পরিশ্রম কে সৌভাগ্যের চাবিকাঠি বলা হয়।একজন ব্যক্তি যত পরিশ্রম করবে তার ভাগ্য তত ভালো হবে। পরিশ্রমের হাত ধরে আসে সফলতা।
পরিশ্রম না করলে কখনো সফলতা আসে না। পরিশ্রময় সবকিছুর মূল। যে যত পরিশ্রম করবে তার ভবিষ্যৎ তত সুন্দর হবে। পরিশ্রম ছাড়া সফলতা কল্পনা করা বোকামু।
জীবনে পরিশ্রম না করলে সফলতা কখনোই আসবেনা। সফলতা চাইলে অবশ্যই পরিশ্রম করতেই হবে।
বড় বড় পর্যায়ের ব্যক্তিবর্গগণ পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করেছে।যে যত পরিশ্রম করেছে তার সফলতা ততোটুকুই।
যেমন ভাবুন একজন ব্যক্তি দিনরাত পরিশ্রম করে বা কাজ করে টাকা ইনকাম করে অনেক কিছু করেছে। পরিশ্রম করে যে শুধু টাকা ইনকাম করা যায় তা না। পরিশ্রমের মাধ্যমে নাম ইত্যাদি অর্জন করা যায়।
আবার ধরুন একজন ব্যক্তি সারাদিন অলসের মতো শুয়ে থাকে এবং ভাবে যে তার সফলতা এমনি এমনি আসবে পরিশ্রম না করেই। কিন্তু সেই ব্যক্তি দিনশেষে বা একটু সময় শেষে বুঝতে পারবে যে পরিশ্রম না করে সফলতা কখনোই কাম্য নয়।
তাই জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।