নদীর গতিপথ আটকালে বা বাধাগ্রস্থ করলে নদী সেটার প্রতিশোধ নেবে, নেবে মানে নেবেই, ছাড় দেবে না । এভাবে বাঁধ দিয়ে জল সংরক্ষন আইন কোথাও নেই, আর সেই আইন কোনো দেশ বানালেও সেটা পরিবেশ বিজ্ঞানের পরিপন্থি। এভাবে বাঁধ দিয়ে আন্তর্জাতিক নদীগুলোকে খুন করা হচ্ছে ।
যখন জলের প্রয়োজন হয় তখন তো বাঁধ কেউ খুলে দেয় না । তাহলে আজ কেন এই অবস্থা? কতগুলো মানুষ আজ আশ্রয়হীন হয়ে পড়েছে । তাদের আহাজারি শুনে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ ঠিক থাকতে পারবে না । এই নির্মমতা কখনোই ভোলার নয় !
হিন্দু ,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হ্ই না কেন এই দেশটা আমাদের সবার । বন্যায় যে শুধু মুসলিমদের এই অবস্থা হয়েছে তা কিন্তু নয়, অনেক হিন্দু পরিবার ও ঘর ছাড়া হয়েছে । এই মুহূর্তে কোন ধর্মীয় সহিংসতা না করে সকলকে এগিয়ে যাওয়া উচিত । কারন ক্ষতিগ্রস্ত সর্বোপরি বাংলাদেশের হচ্ছে । আজকে এতোগুলো মানুষ বিপদে তার দায়ভার ভারত সরকারের একার।