ফুল পছন্দ করে না, এমন মানুষ পাওয়া দুষ্কর। ফুলের সৌন্দর্য যাকে বিমোহিত করে না, তার নাকি মনই নেই। কিন্তু চোখজোড়ানো স্নিগ্ধ ফুলই যদি হয় প্রাণ নাশের কারণ, তখন সেটা হয় ভয়ংকর সুন্দর!
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি সেই ফুলের ঘ্রাণ নেওয়া অথবা কোনো অংশ স্পর্শ বা খাওয়া হয়, তাতে হতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনকি কোনো পশুপাখিও যদি গাছের পাতা বা ফুল খেয়ে ফেলে, তাতেও বিষক্রিয়ায় মারা যাবার আশংকা থাকে। এসব বিষাক্ত ফুল মানুষ, পশুপাখি সবার জন্যই হুমকিস্বরূপ