আমরা সবাই একটি দল

সংঘ বদ্ধতা বা দলবদ্ধতার মাধ্যমে সফলতা তাড়াতাড়ি আসে

একটি কাজ যখন একা করবো বা আপনি করবেন তখন কাজ টি করতে কঠিন ও অনেক সময় লাগবে এবং কষ্ট হবে। কিন্তু ওই কাজ টি যখন সবাই মিলে করবো বা করবেন তখন দেখা যাবে কাজ টি আগের চেয়ে সহজ হবে।সময় কম লাগবে এবং কষ্ট  কম হবে।

ধরা যাক একটি প্রতিষ্ঠানে নিয়োজিত  প্রতিটি বিভাগ ও উপ-বিভাগে কর্মরত সবাই  নেতৃত্ব মেনে দলীয়  লক্ষ অর্জনে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে গেলে তাকে দলবদ্ধ প্রচেষ্টা বলে। এরূপ প্রচেষ্টাকে নির্দিষ্ট রক্ষা পানে পরিচালনা করায় নেতার কাজ যা বিশেষভাবে নেতার গুণ ও কর্মদক্ষতার ওপর নির্ভর করে। 

কোন লক্ষ্য অর্জনে ব্যক্তিবর্গ একত্রিত হয়ে যে দলের সৃষ্টি করে তাকেই সঙ্গবদ্ধতা বলে। এরূপ শঙ্খবদ্ধতায় যেমন সাধারণ লক্ষ্য থাকে তেমনি একত্রে নেতৃত্ব থাকতে হয় কিছু মানিক যখন কোন লক্ষ্যকে সামনে রেখে নেতৃত্ব মেনে সংবদ্ধ হয় তখনই কার্যত একটি দল বা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই নেতৃত্বে কে ঘিরে জনগণ সম্মিলিত প্রয়াসকে রক্ষা পানি এগিয়ে নেয় তাই নেতৃত্ব ছাড়া দতা ও দলবদ্ধতা অসম্ভব। 

আবার ধরা যাক একটি কাজ সম্পন্ন করতে একজন ব্যক্তির দশ দিন বা বিশ দিন সময় লাগে। কিন্তু ওই কাজ যদি ১০ জন ব্যক্তি করে তবে কাজটি এক বা দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 

তাই আমরা সবাই চেষ্টা করব বা সংঘ বাধ্যতা বাদলাবদ্ধতা হয়ে কাজ করার

 


Badhon Rahman

177 Blog posts

Comments