লোভ

লোভ হলো মানুষের মানসিক ব্যাধি

লোভ মানুষের অধঃপতনের মূল। লোভ মানুষের সকল সুখ কেড়ে নেয়। আল্লাহতালা দিয়েছেন সন্তুষ্টি স্বীকার করেই না। মানুষ লোভের বর্ষপূর্তি হয়ে নানান ধরনের ভুল কাজে লিপ্ত হয়ে থাকে।

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তোমরা লোভ-লালসা থেকে বেঁচে থাকো, কেননা এ জিনিসই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং পরস্পরকে রক্তপাত ঘটানোর ব্যাপারে উসকিয়ে দিয়েছে। লোভ-লালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে। ' (মুসলিম)। লোভ-লালসা থেকে বেঁচে থাকার অন্যতম পদ্ধতি হতে পারে অল্পে তুষ্টি।

একজন লোভী মানুষ কখনোই সুখী মানুষ হতে পারে না। মানুষের ধ্বংসের মূল কারণই হচ্ছে লোক। লোভ মানুষকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যায়। 

লোভ হচ্ছে যা পেয়েছে তার চেয়ে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা। এই বেশি পাওয়ার আশায় মানুষ নানান ধরনের পাপ কাজ বা খারাপ কাজ করে থাকে।

কিন্তু একজন মুমিন ব্যক্তি কখনোই লোভী হয় না। কারণ আল্লাহতালা তাকে যা দিয়েছে তাতেই সে সন্তুষ্ট। ভবিষ্যতে যদি তার সম্পদ বৃদ্ধি পায় তাহলে সে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে। এবং সেই সম্পদের কিছু পরিমাণ গরিব-দুঃখী বা আল্লাহর রস্তে দান করে দেয়। 

তাই আসুন আমরা লোভে পড়ে অন্যায় কাজ করবো না। লোভ থেকে নিজের নফসকে সুরক্ষিত রাখবো। 


Badhon Rahman

177 Blog posts

Comments