চারদিকে শুধু বন্যা পরিস্থিতির খবর । মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সবখানে বার বার একই সংবাদ । ফেসবুকে ৯৮% লোকই দেখা যাবে পোস্ট করছে । ভিডিও গুলো সত্যি মর্মান্তিক । বৃদ্ধ,জোয়ান সকলেই ভোগান্তির শিকার হচ্ছে ।
সব থেকে খারাপ লাগছে এই ভেবে যে,ছোট্ট কোলের শিশুটাও এড়াচ্ছে না বন্যার কবল থেকে । পশু ,পাখি, অবুঝ প্রাণীগুলো জীবন বাঁচানোর জন্য একটু কোথাও ঠাঁই পাচ্ছে না । জানি না এর শেষ কোথায় !
এতকিছুর মাঝেও কোথাও না কোথাও মনে একটা শান্তি পাচ্ছি । কারন এত দূর্যোগের মাঝে আমাদের এলাকাসহ আসে পাশের অনেক এলাকায় এই পরিস্থিতির সম্মুখীন হয়নি । সত্যি সৃষ্টিকর্তার কি মহিমা ! তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা এভাবে ভালো রাখার জন্য । তিনি সকলকে যেন এভাবেই ভালো রাখে ।