ছেলেদির নাম ছিলো সাকিব আর মেয়েটির নাম ছিলো মিম ওরা একে অপরকে খুব ভালোবাসে,,
একদিন ওদের ফোনে কথা হচ্ছিলো তখন মিম বলে:-
মিম:- এই দেখো প্রতি দিন তোমার এই ঘ্যানর ঘ্যানর আমার আর ভাললাগে না,,,!!
সাকিব:- ভালো লাগে না মনে,,,!! তুমি কি বলতে চাও হুম..??
মিম:- আমি বলতে চাই আমি আর আমাদের এই Relation টা রাখতে চাইনা,,!!
সাকিব:- রাখতে চাইনা মানে কি,,,,???
মিম:- মানে না বুঝার তো কিছু নেই,,,এক কথায় আমি ব্রেকআপ চাই,,!!
সাকিব:-ব্রেক আপ??
মিম:- হ্যাঁ,,ব্রেক আপ,,!!
সাকিব:-সিরিয়াসলি বলছো??
মিম:- হ্যাঁ,,,সিরিয়াসলি বলছি,,!!
সাকিব:- ওকে,, Bye
(তারপর ১০ মিনিট পর সাকিব মিম কে ফোন দিলো ফোন দিয়ে বল্ল:-)
সাকিব:- হ্যালো,,!!
মিম:- হ্যাঁ,,বল্লাম তো ব্রেক আপ আবার কি,,!!আর কিছু বলার আছে??
সাকিব:- হুম,, অনেক কথা বলার আছে,,,!!
মিম:- দেখ আমার আর তোমার কোন কথা শুনার ইচ্ছে নেই,,।।
সাকিব:- শুনতে হবে না,,আমি তোমার সাথে দেখা করবে,,।।
মিম:-আমি তোমার সাথে দেখা করতে যেতে পারবো না,,,!
সাকিব:-মানে কি?? তাহলে আমি তোমার বাসায় আসবো??
মিম:- এই না না,,,আচ্ছা তুমি থাকো আমি আসছি,,।
সাকিব:-ওকে,,..।
( ৩০ মিনিট পরে সাকিব আর মিমের দেখা হলো।)
সাকিব:-তুমি তখন কি বলেছো?? আমাদের ব্রেক আপ তাই না..??
মিম:-হুম,,,তাই,!!
সাকিব:-একটু আবার বলো তো,,,!
মিম:- ব্রেক আপ,,!
সাকিব:-সিরিয়াসলি বলো?
মিম:- আরে বাবা এক কথা আর কত বার বলবো??
সাকিব:-আচ্ছা,,! এটা আমাদের কত তম ব্রেক আপ??
মিম:- আমার মনে নেই,,,এই হবে হয়তো ১৮২ বা ১৮৩ তম,,!!
সাকিব:-ও আচ্ছা,,, মাইর চর কবে খাইছো মনে আছে??
মিম:-আমি কি সত্যি সত্যি এগুলো বলেছি,,তুমি এতো রেগে যাচ্ছ কেন??
সাকিব:- তো ফোনে কি যেন বলছিলে??
মিম:- সে তো আমি এমনিতেই বলছি,,,!!
সাকিব:-এমনিতেই বলছো তাই না??
মিম:-সে তো তুমিও বলছো,,!!
সাকিব:- হ্যাঁ আমিও বলছি,,, যখন আমি.....
মিম:-আচ্ছা থাক না এই সব,,!
সাকিব:- আচ্ছা চলো...!
মিম:- আচ্ছা
(তারপর দুই জন হটতে হাটতে কথা বলছে.....)
মিম:-যানো মাঝে মাঝে আমাদের এই ছোট্ট ছোট্ট ব্রেকআপ গুলো না আমাদের অনেক কাছে নিয়ে আসে,,!!
সাকিব:-হুম,,তোমাকে না আজ দারুন লাগছে,,অনেক টা পাগলির মতো,,!!
মিম:-জানি,,চল ওই দিকটায় বসি,,!!
সাকিব:- চলো,,,
(এভাবেই চলতে থাকে তাদের অসমাপ্ত ভালোবাসা,,)
THE END
লেখক :- সাকিব ভালো লাগলে একটা কমেন্ট করতে