Valobasar golpo

আমার বাবা-মা তোমাকে মানছে না তুমি আমাকে ভুলে যাও। একটি কষ্টের ভালোবাসার গল্প!

আমার বাবা-মা তোমাকে মানছে না তুমি আমাকে ভুলে যাও। একটি কষ্টের ভালোবাসার গল্প!

 

একটি ছিলো ছেলে আর ছিলো একটা মেয়ে। ছেলেটির বয়স সাধারনত ১৭ বছর। আর মেয়েটির বয়স ছিলো সাধারনত ১৫ বছর। তারা একই স্কুলে পড়তো ,।এখানে ছেলেটার family ছিলো গরিব। আর মেয়েটার Family ছিলো অনেক বড়োলোক,। ছেলেটার নাম ছিলো সাকিব আর মেয়েটার নাম ছিলো সাদিয়া,ওরা ছিলো বন্ধু তারপর আস্তে আস্তে ওদের প্রেম হয়ে যায়, ওরা একে অপরকে অনেক ভালোবাসতো। এভাবেই ওদের স্কুল লাইফ শেষ হয়ে যায়। তারপর মেয়েটা একটা ভালো কলেজে ভর্তি হয়ে যায়,,আর ছেলেটার family গরিব হওয়ার কারনে আর পড়ালেখা করতে পারে না। তারপর ছেলেটা কাজ করতে শুরু করলো । তারপর একদিন সাকিব সাদিয়ার সাথে দেখা করতে সাদিয়ার কলেজের সামনে যায় এবং দেখাও হয় তারপর ওরা কথা বলতে থাকে সেই সময় মেয়েটার বাবা ওদের দেখে ফেলে। তারপর বাড়িতে যেয়ে সাদিয়াকে তার বাবা অনেক বকা দিলো আর মারলো এবং সাকিবের সাথে কথা বলতে না করলো। পরের দিন সাদিয়া সাকিবকে মেসেজ দিয়ে সব কথা যানালো তারপর অন্য দিলে সাকিব ভাবলো ঠিকি ওরা তো বড়োলোক ওর বাবা-মা কি অমাকে মানবে সাকিব কিছু বুঝতে পারলো না,,,তারপর কয়েক দিন পর সাদিয়া সাকিবকে একটা মেসেজ দিয়ে বলে:-

(ভালোতো তোমাকেই বেসে ছিলাম কিন্তু কি আর করার।,, বাবা-মাকে তোমার কথা অনেক বলছি কিন্তু বাবা-মা তোমাকে মেনে নিচ্ছে না,,এখন আমি কি করবো?? তুমি বলো কাকে বেশি বড় করে দেখবো তোমাকে না আমার আমার বাবা মাকে?ভুলটা তোমার ছিলো না ভুলটা ছিল আমার। তোমার life টা নষ্ট করার জন্য। I'm sorry পারলে মাফ করে দিও । আমাকে ভুলে যাও আমিও তোমাকে ভোলার চেষ্টা করবো। 

হয়তো কিছুটা কষ্ট হবে তোমাকে ভুলতে। Happy থাকো তোমার পরিবারকে নিয়ে।আমি এটাই চাই তুমি সব সময় Happy থাকো)

 

ছেলেটা মেসেজটা পড়ে কষ্টে চোখ থেকে শুধু জল পরতে লাগলো?,,ছেলেটা ভাবলো ঠিকিই তো আমি একজন গরিব ছেলে আমাকে ওর বাবা-মা মানবে কেন??এই বলে নিযের মনকে সানতোনা দিতে লাগলো,,এবং ওকে ভুলার চেষ্টা করতে লাগলো।

                 {THE END}

এভাবেই কিছু আপন মানুষ পর হয়ে যায়,, ?

লেখক: SK SAKIB;

ভালোলাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না,,

Wait for next love story Thanks you,


Prince Rot Hajong

30 Blog posts

Comments